১৬ থেকে ১৭ আগস্ট, টানা ২৪ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! বিজ্ঞপ্তি কলকাতা পুলিশের

vidyasagar setu closing date

সহেলি মিত্র, কলকাতা: আশঙ্কাই সত্যি হল। আবারও একবার বন্ধ থাকতে চলেছে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এই বিষয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যা দেখে মাথায় হাত সাধারণ মানুষের। বিজ্ঞপ্তি অনুযায়ী, টানা কয়েক ঘন্টা বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলী ব্রিজ বন্ধ রাখা হবে। এমনিতে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করে। তবে আবারও ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই সমস্যা বাড়বে মানুষের।

ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কবে এবং কতক্ষণ এই বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে? তাহলে জানিয়ে রাখি, আগামী ১৬ আগস্ট রাত ৯টা থেকে ১৭ আগস্ট রাত ৯টা অবধি ব্রিজ বন্ধ থাকবে। অর্থাৎ এক টানা ২৪ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেতুর প্রয়োজনীয় মেরামত এবং কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডোর নির্মাণ সংক্রান্ত কাজের জন্য শনিবার (১৬ আগস্ট) রাত ৯টা থেকে রবিবার (১৭ আগস্ট) রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু যানবাহন চলাচলের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যান চলাচল

এর ফলে ভারী পণ্যবাহী যানবাহনগুলিকে এজেসি বোস রোড, এক্সাইড ক্রসিং, ফারলং গেট এলাকা, ক্লাইড রো এবং সেন্ট জর্জেস গেট রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে। রবিবার ভোর ৫টা থেকে একই দিনে রাত ৯টা পর্যন্ত, বিদ্যাসাগর সেতুতে সকল ধরণের যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুনঃ মাতৃভাষার বদলে বাংলায় প্রশ্নপত্র! প্রতিবাদে ঝাড়গ্রামে সাদা খাতা জমা সাঁওতালি পরীক্ষার্থীদের

এই বন্ধের সময় ডাইভারশন পয়েন্টগুলি অপরিবর্তিত থাকবে। যেহেতু হাওড়া ব্রিজে পণ্যবাহী যানবাহন চলাচলের অনুমতি নেই, তাই সেগুলি বিটি রোড হয়ে নিবেদিতা সেতুর দিকে পাঠানো হবে। তবে, প্রয়োজনে যানবাহন চলাচল অন্য রাস্তা দিয়েও ঘুরিয়ে নেওয়া যেতে পারে।

Leave a Comment