১৭ আগস্ট ডুরান্ড কাপে গড়াতে পারে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি! সূত্র

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি কবে? প্রশ্নটা এখন লাল হলুদ এবং সবুজ মেরুন উভয় সমর্থকদের ঠোঁটের ডগায়। কিন্তু উত্তর দেবে কে? সাধারণত ডুরান্ড কাপে ডার্বি হয় মরসুম শুরুর একেবারে প্রথম ভাগেই। কিন্তু এ বছর সেটা হয়নি। আসলে সেনাবাহিনীর টুর্নামেন্টে একই গ্রুপে না থাকার কারণে গ্রুপ স্তরের ম্যাচগুলিতে একে অপরের মুখ দেখেনি দুই ময়দান প্রধান।

তবে, আপাতত যা খবর, ডুরান্ড কাপের শেষ আটের লড়াইয়ে মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে এই দুই চির প্রতিদ্বন্দ্বী দলের ডার্বি আয়োজন করতে একপ্রকার মরিয়া ডুরান্ড কমিটি। কিন্তু কবে গড়াবে ম্যাচ?

কবে হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের ডুরান্ড ম্যাচ?

এবছর ডুরান্ড কাপের এ গ্রুপে জায়গা হয়েছে ইস্টবেঙ্গলের। অন্যদিকে বি গ্রুপে রয়েছে প্রতিবেশী মোহনবাগান। সাধারণ নিয়ম অনুযায়ী, 6 গ্রুপের শীর্ষে থাকা দলগুলি সরাসরি কোয়ার্টার ফাইনালে নামবে। বাকি দুই দল শেষ আটে জায়গা বুঝে নেবে গোল পার্থক্যের ভিত্তিতে।

তবে প্রথম দুয়ে না থাকার কারণে দুই বড় দল মুখোমুখি হতে পারছিল না। আর ঠিক সেই আবহে লটারি করার সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ড কমিটি। সূত্র বলছে, যেকোনও প্রকারে ডুরান্ড কাপে ডার্বি আয়োজন করতে চায় উদ্যোক্তারা। কিন্তু কবে গড়াবে মোহন, ইস্টের লড়াই?

এ প্রসঙ্গে ডুরান্ড কাপ কমিটির তরফে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। তবে সূত্র বলছে, আগামী 17 আগস্ট ডুরান্ড কাপে হতে পারে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ডার্বি। সেই মতোই শীঘ্রই ম্যাচের ভেন্যুও প্রকাশ্যে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: স্বাধীনতার পর ভারতকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ কোনটি? নাম জানলে চমকে যাবেন

আর এইসব বিষয় মাথায় রেখেই এবার ডার্বির সম্ভাবনাময় আবহে নিজেদের অনুশীলনে বাড়তি মনোযোগ দিচ্ছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইতিমধ্যেই ডার্বি প্রসঙ্গে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো বলেছেন, ডার্বি নিয়ে শেষ পর্যন্ত ডুরান্ড কমিটি কী করবেন তা জানা নেই। তবে প্রতিপক্ষ যেই হোক না কেন আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত।

Leave a Comment