প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান! অবশেষে ২০১৬ সালের শিক্ষক নিয়োগে অযোগ্য শিক্ষকদের নাম প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন (SSC Tainted List)। দীর্ঘ বিতর্ক এবং আন্দোলনের পরে এবার নবম-দশম এবং একাদশ-দ্বাদশের অযোগ্য শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা তুলে ধরল কমিশন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ পরই ৫৪ পাতার সেই দাগিদের তালিকায় উঠে এল ১৮০৬ জনের নাম, রোল নম্বর, যে বিষয়ে তিনি শিক্ষকতা করতেন, বাবার নাম, প্রার্থীর জন্ম সাল। চাঞ্চল্যকর পরিস্থিতি শিক্ষা মহলে।
প্রকাশিত হল অযোগ্যদের তালিকা
চলতি বছর গত এপ্রিলে ২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে গোটা প্যানেল বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি চলে গিয়েছিল প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর। রাতারাতি শিক্ষা মহলে নেমে এসেছিল ভয়াবহ ঝড়। একের পর এক চাপ যেমন বাড়তে থাকে কমিশনের উপর ততটাই চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে থাকে। প্রথম থেকেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল অযোগ্যদের তালিকা প্রকাশ করতে। কিন্তু একাধিক কারণে এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি, অবশেষে আজ দাগিদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় নাম রয়েছে ১ হাজার ৮০৬ জনের। কমিশনের ওয়েবসাইটে সেই তালিকা দেখা যাচ্ছে।
সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু
উল্লেখ্য, আজ কমিশনের তরফে তালিকা প্রকাশের আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানিয়েছিলেন, “আদালতের নির্দেশ মেনেই আজ এসএসসি তালিকা প্রকাশ করা হবে। একই সঙ্গে ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগপ্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সেই অনুযায়ী এসএসসি কাজ করছে।” এদিন বিরোধীদের এক হাত নিয়েছেন ব্রাত্য। তিনি জানান, “সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে তৃণমূল যাতে শিক্ষক নিয়োগ নিয়ে কোনও সুবিধা নিতে না পারে, সেজন্য নিয়োগ বানচালের চেষ্টা বিরোধীরা চালিয়ে যাচ্ছে। তবে সেটা কোনোভাবেই সম্ভব নয়।” আর তারপরেই ওয়েবসাইটে প্রকাশ করা হল তালিকা।
আরও পড়ুন: সব OMR প্রকাশ করতে হবে, SSC-কে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট
প্রসঙ্গত, আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ২০২৫ সালের শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল OMR শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটে তা আপলোডের নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। পাশাপাশি ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেলের মেয়াদ উত্তীর্ণর পর যাঁরা নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগপত্র পেয়েছিলেন তাঁদের তালিকাও বিচারপতি সিনহা এদিন তলব করেছে বলে জানা গিয়েছে। আর তাতেই খানিকটা আশার আলো দেখছেন মামলাকারীরা।