১৯০০% বেতন বেড়েছে KKR র এই প্লেয়ারের

This Kolkata Knight Riders player salary increased by 1900 percent

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নামটা শুনলে তিনবারের IPL ট্রফি জয়ের গন্ধ ভেসে আসে নাকে। তবে সাম্প্রতিককালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা খুব একটা ভাল নয়। IPL 2025 সিজনে একের পর এক সহজ ম্যাচে হেরে কার্যত নাক কাটিয়েছিল শাহরুখ খানের দল। সে বছর পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে যাত্রা শেষ করেছিল শহরের ঐতিহ্যবাহী দলটি। তবে নতুন করে আর সেই পুরনো ব্যর্থতায় দিন কাটাতে চায় না কলকাতা। তাই শক্তিশালী প্লেয়ারদের ধরে রাখার পর এবার নিলাম থেকে দক্ষ প্লেয়ারকে নেওয়াই লক্ষ্য KKR র। তবে অনেকেই হয়তো জানেন না, KKR র এবারের রিটেনশন তালিকায় এমন এক প্লেয়ার রয়েছেন যাঁর বেতন বেস প্রাইসের থেকে অন্তত 1900 শতাংশ বেড়েছে।

এই নাইট তারকার বেতন 1900 শতাংশ বেড়েছে

সালটা 2023। সে বছরই মুম্বই ইন্ডিয়ান্স থেকে কলকাতা নাইট রাইডার্সে পা রেখেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রমণদীপ সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 2023 সিজনে 20 লক্ষ টাকার বেস প্রাইসে এই ভারতীয় ক্রিকেটারকে কিনে নেয় KKR। তবে ভাগ্যের মোড় ঘুরে যায় IPL 2025 এ। সে বছরই রমণদীপকে 4 কোটি টাকায় রিটেইন করে নেয় কলকাতা। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য ফের ওই একই দামে কলকাতার রিটেনশন তালিকায় জায়গা পেয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। কাজেই বিগত দিনগুলিতে 20 লক্ষ টাকার বেস প্রাইস থেকে KKR এ রমণদীপের বেতন বেড়েছে 1900 শতাংশ। যা সত্যিই অভাবনীয়।

বলাই বাহুল্য, ভারতীয় অলরাউন্ডারের পাশাপাশি আরেক তরুণ ক্রিকেটারের বেতন বেড়েছে নাইট শিবিরে। আসলে 2023 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই 3 কোটি টাকা খরচ করে অঙ্গকৃষ রঘুবংশীকে কিনে নিয়েছিল শাহরুখ খানের দল। এর আগে যেখানে এই ভারতীয় ক্রিকেটারের বেস প্রাইস ছিল 20 লক্ষ টাকা। কাজেই বিগত দিনগুলিতে কলকাতায় রঘুবংশীর বেতন বেড়েছে 1400 শতাংশ। যদিও এত দাম দিয়ে কেনার পর অঙ্গকৃষের পারফরমেন্স নিয়ে খুব একটা সন্তুষ্ট নন নাইট ভক্তরা।

অবশ্যই পড়ুন: পন্থ থাকা সত্ত্বেও কেন কেএল রাহুলকে ওয়ানডে দলের অধিনায়ক করা হল? ফাঁস আসল কারণ

উল্লেখ্য, নিয়ম মেনে গত 15 নভেম্বর ভেঙ্কটেশ আইয়ারের মতো 23 কোটি 75 লাখের প্লেয়ারের পাশাপাশি 12 কোটির ক্যারিবিয়ান স্টার আন্দ্রে রাসেল সহ মোট 10 জন পরিচিত মুখেদের ছেড়ে দিয়ে রিটেনশন তালিকা প্রকাশ করেছে কলকাতা নাইট রাইডার্স। একাধিক প্লেয়ারকে ছেড়ে দেওয়ার কারণে এই মুহূর্তে অন্যান্য দলগুলির তুলনায় সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে KKR। না বললেই নয়, এই মুহূর্তে 64.3 কোটি টাকা রয়েছে নাইট ফ্রাঞ্চাইজির হাতে। আর সেই বিপুল অর্থ নিয়েই মিনি নিলামে নামার প্রস্তুতি সারছে সোনালী বেগুনি ম্যানেজমেন্ট।

Leave a Comment