১৯৪১-র সাথে ২০২৫-র ক্যালেন্ডারের হুবহু মিল! নয়া আতঙ্কে কাঁপছে বিশ্ববাসী

সৌভিক মুখার্জী, কলকাতা: এ যেন এক গভীর রহস্য! 2025 সালের ক্যালেন্ডার (Calendar) নাকি 1941 সালের সঙ্গে হুবহু মিলে গিয়েছে! শুধু তারিখ আর দিন নয়, বরং গোটা বিশ্বের পরিস্থিতিও এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় ধুঁকছে! কিন্তু কোথায় কোথায় মিল? শুধু কি ক্যালেন্ডার, নাকি ইতিহাস ঘুরে আসছে আমাদের সামনে? ফের কি দুর্যোগের ঘনঘটা? চলুন একটু খতিয়ে দেখি।

84 বছরের ব্যবধানে একই তারিখ, একই দিন

আসলে 2025 এবং 1941 সালের ক্যালেন্ডার হুবহু সেম। এমনকি বছর দুটির শুরু 1 জানুয়ারি ছিল বুধবার। এই মিল যদিও সম্পূর্ণ অংকের খেলা। জানা যাচ্ছে, গ্রেগরিয়ান ক্যালেন্ডার নিয়ম অনুযায়ী, প্রতি 28 বছর অন্তর ক্যালেন্ডার আবার ফিরে আসে। তবে এ বছর যেন কেবল দিন বা তারিখ নয়, বরং ইতিহাসও পুনরাবৃত্তি হচ্ছে। 

ইতিহাসের পুনরাবৃত্তি

বলে রাখি, 1941 সাল ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপনের সময়। জার্মানিরা সোভিয়েত ইউনিয়নের উপর তখন হামলা করেছিল। এমনকি জাপান বোমা বর্ষণ করে পার্ল হারবারে। সেই যুদ্ধের ময়দানে আমেরিকাও পা ডুবিয়েছিল। ইউরোপ থেকে আফ্রিকা ও এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সেই যুদ্ধের আগুন, যা ইতিহাসে আজও অক্ষরে অক্ষরে লেখা।

এদিকে 2025 সালেও বিশ্ব রাজনীতিতে যুদ্ধের ঘনঘটার ছায়া। রাশিয়া-ইউক্রেনের সংঘাত এখনো অব্যাহত। এমনকি জঙ্গি হানায় কেঁপে ওঠে কাশ্মীরের পহেলগাঁও, যার জেরে ভারত-পাকিস্তান সংঘর্ষে লিপ্ত হয়। পাশাপাশি ইরান-ইজরাইল হামলা যেন কিছুতেই থামছে না। এভাবে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত যেন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে গোটা পৃথিবী।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে মাষ্টারস্ট্রোক ভারতের, রাশিয়াকে পাশে নিয়ে করে ফেলল বিরাট কাজ

বিভিন্ন ভাইরাল ভিডিওতে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে যে, এই মিল শুধু অংকের খেলা নয়, বরং ভবিষ্যতের অশনি সংকটও হতে পারে! কারণ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও ঠিক বিশ্বের পরিস্থিতি এমন হয়েছিল। হ্যাঁ, বিশ্বের বিভিন্ন দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব, সীমান্তে অস্থিরতা, রাজনৈতিক উত্তেজনা, সবই ছিল তখন।

বলে রাখি, 2025 সালের প্রথম ছয় মাসে ঘটেছে হাড় হিম করা সব ঘটনা। আমেরিকায় বিধ্বংসী দাবানল থেকে শুরু করে প্লেন দুর্ঘটনা, সন্ত্রাসবাদী হামলা, জাতীয় এবং আন্তর্জাতিক সংঘর্ষ কার্যত বিশ্ববাসীকে কাঁপিয়ে তুলছে। এখন 1941-র ক্যালেন্ডার যদি 2025-এ সত্যিই ফিরে আসে, তাহলে দেশবাসীর ভয়ে ভয়ে দিন কাটানো ছাড়া আর কিছু করার থাকবে না।

Leave a Comment