বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে। গত সিজনে যেভাবে ব্যর্থতা ঘিরে ধরেছিল শাহরুখ খানের এই দলকে, তাতে যত দ্রুত সম্ভব ছন্দে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই বেগুনি সোনালী ম্যানেজমেন্টের কাছে। মূলত সেই লক্ষ্যেই বদলে গিয়েছে দলের প্রধান কোচ থেকে শুরু করে সহকারি কোচ এমনকি বোলিং কোচও। বাদ দেওয়া হয়েছে 10 জন নামজাদা প্লেয়ারকে। সেই সূত্রেই, সবচেয়ে বেশি অর্থ বাঁচিয়ে রেখেছে KKR। তবে এসবের মধ্যে দিয়েও দক্ষ উইকেট কিপার ব্যাটসম্যানের অভাব ভোগাচ্ছে শহরের এই দলকে। মূলত সে কারণেই এবার নাকি এক 19 বছর বয়সী ভারতীয় উইকেট কিপারকে নজরে রেখেছে কলকাতা (KKR Target Wicket-Keeper)।
19 বছর বয়সী এই উইকেট কিপারে নজর KKR-র
দক্ষিণ আফ্রিকান উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক থেকে শুরু করে, আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ এমনকি বিকল্প উইকেট কিপার লুভনিথ সিসোদিয়াকেও ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। যার জেরে এই মুহূর্তে উইকেট কিপারের স্লট ফাঁকা রয়েছে নাইটদের। আর সেই শূন্যস্থান ভরাট করতেই একেবারে উঠেপড়ে লেগেছে KKR। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের আগে বেশ কয়েকজন তারকা উইকেট কিপারকে টার্গেট করে রেখেছে কলকাতা। এবার সেই তালিকায় নাম জুড়ল ভারতের এক অনামি উইকেট কিপারের।
ক্রিকেট টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, বিকল্প উইকেট কিপার হিসেবে অল্প দামে 19 বছরের ভারতীয় উইকেট কিপার কার্তিক শর্মাকে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। সূত্রের দাবি, দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন উইকেট কিপার ব্যাটসম্যান কার্তিক মূলত নির্ভীক পাওয়ার হিটিং ক্ষমতার জন্য পরিচিত। রাজস্থান ক্রিকেট দলের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা এই প্লেয়ারকে উইকেট কিপিংয়ের পাশাপাশি রিঙ্কু সিংয়ের মতোই মিডিল অর্ডার ফিনিশার হিসেবে কাজে লাগাতে পারবে KKR। কাজেই শেষ পর্যন্ত জল্পনাকে সত্যি করে শাহরুখের দল যদি এই ভারতীয় প্লেয়ারকে কেনে, তাতে সবদিক থেকেই লাভ হবে তাদের, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের অনেকে।
অবশ্যই পড়ুন: যারা খেপ খেলে তাঁরাও এর থেকে ভালো! ইস্টবেঙ্গল প্লেয়ারকে চাঁচাছোলা আক্রমণ অ্যালভিটোর
উল্লেখ্য, আগামী 16 ডিসেম্বর আবুধাবির মাটিতে গড়াবে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম। আপাতত যা খবর, এদিন ভারতীয় সময় দুপুর আড়াইটে থেকে শুরু হবে নিলাম পর্ব। পরবর্তীতে প্রথম ধাপের নিলাম শেষ হলে অবিক্রিত খেলোয়াড়দের তালিকা দেবে দলগুলি। সেই তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে পরবর্তী নিলাম।