বিক্রম ব্যানার্জী, কলকাতা: “ঝুঁকি না নিলে লাভের মুখ দেখা সম্ভব নয়”, এমন প্রচলিত প্রবাদকে সঙ্গে নিয়েই শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন বিনিয়োগকারীরা। আসলে সঠিক সময়ে যদি সঠিক শেয়ারে বিনিয়োগ করা যায়, সে ক্ষেত্রে এই বাজার (Share Market) একজন ছাপোষা সাধারণ বিনিয়োগকারীকে রাতারাতি কোটিপতি বানাতে পারে। এবার তেমনটাই হয়েছে এফএমসিজি সংস্থা এলিটকন ইন্টারন্যাশনালের লিমিটেডের (Elitecon International Ltd) বিনিয়োগকারীদের সাথে। অবাক করা বিষয়, এই সংস্থার স্টকগুলি মাত্র 1 বছরে তাদের বিনিয়োগকারীদের কোটিপতি করে তুলেছে তুলেছে। হয়ে উঠেছে মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)।
1 টাকার স্টকেই মালামাল বিনিয়োগকারীরা
তামাকজাত পণ্য প্রস্তুতকারী সংস্থা এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের শেয়ারগুলি মাত্র 1 টাকায় কিনেছিলেন বিনিয়োগকারীরা। যদিও সেটা আজ থেকে 5 বছর আগের কথা। গত বুধবার শেয়ারগুলিতে 0.05 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে সংস্থাটি। এর অর্থ, যেসব বিনিয়োগকারীরা আজ থেকে কয়েক বছর আগে এই স্টকে বিনিয়োগ করেছেন তারা আজ কয়েক কোটি টাকার মালিক। বলাই বাহুল্য, এলিটকন ইন্টারন্যাশনালের শেয়ারগুলি গত বুধবার কিছুটা পতনের কারণে 143.33 টাকায় ক্লোজ হয়। এরপর বৃহস্পতিবার এর মূল্য কিছুটা হ্রাস পেয়ে 130.80 টাকা হয়েছিল।
হিসেব করে দেখতে গেলে, দিল্লি ভিত্তিক জাতীয় সংস্থাটির স্টকগুলি মাত্র 5 বছরে বিনিয়োগকারীদের ভাগ্য খুলে দিয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গত এক বছরের জন্য এই সংস্থার স্টকগুলি 11000 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে। অর্থাৎ যদি কোনও বিনিয়োগকারী আজ থেকে এক বছর আগে এই সংস্থার স্টকগুলিতে মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে তিনি আজকের দিনে 1.1 কোটি টাকারও বেশি অর্থের মালিক হতেন। এখানেই শেষ নয়, মাত্র ছয় মাসে এই সংস্থার স্টকগুলি বিনিয়োগকারীদের মোট পরিমাণের চেয়ে 287 শতাংশ রিটার্ন দিয়েছে।
অবশ্যই পড়ুন: ভারতের সাথে সংঘাতের আশঙ্কা! ফের পাকিস্তানকে ১২০ কোটি ডলার দিতে চলল IMF?
কোম্পানির আয় বৃদ্ধির সাথে সাথেই বেড়েছে বিনিয়োগকারীদের সম্পদও
শেয়ার বাজারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মূলত তামাকজাত পণ্য উৎপাদনকারী সংস্থাটি বিগত দিনগুলিতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, এলিটকন ইন্টারন্যাশনাল সংস্থাটির নিট মুনাফা গত 30 সেপ্টেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে বার্ষিক 128 শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে গত বছরে একই সময়ে এই সংস্থাটির মুনাফা 8.84 কোটি টাকা থেকে 20.19 কোটি টাকায় পৌঁছেছিল। বিশেষজ্ঞ মহলের দাবি, সময়ের সাথে সাথে কোম্পানিটির আয় বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সংস্থাটির ভ্যালুয়েশন। যার জেরে বড়সড় উত্থান হয়েছে এলিটকন ইন্টারন্যাশনাল লিমিটেডের স্টকগুলির। আর সেটাই বিনিয়োগকারীদের লাভের মুখ দেখিয়েছে।