১ ডিসেম্বর থেকে এই বিশেষ পরিষেবা বন্ধ করছে SBI, প্রভাবিত হবেন কোটি কোটি গ্রাহক!

SBI Banking Updates 2025 this Bank to shutdown mcash facility From December 1

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর শেষ হতে আর দুটো মাসও বাকি নেই। নভেম্বর গড়ালেই আসবে 2025 এর শেষ মাস ডিসেম্বর। আর এই ডিসেম্বরের পহেলা তারিখ থেকেই একটি বিশেষ পরিষেবা বন্ধ করে দিচ্ছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Banking Updates 2025)। জানা গিয়েছে, দেশের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্কটি অনলাইন লেনদেনের ক্ষেত্রে তাদের গ্রাহকদের কাছে থেকে একটি বিশেষ সুবিধা কেড়ে নিতে চলেছে! ব্যাঙ্কটি তাদের অফিসিয়াল সাইটে জানিয়ে দিয়েছে, 30 নভেম্বরের পর Online SBI বা YONO SBI তে চলবেনা mCASH পরিষেবা।

গ্রাহকদের বিকল্প ব্যবহারের আহ্বান জানিয়েছে SBI

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক SBI তাদের ওয়েবসাইটে এটি বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী 30 নভেম্বরের পর থেকে Online SBI এবং YONO SBI প্ল্যাটফর্মে আর পাওয়া যাবে না mCASH এর সুবিধা। সংস্থাটি গ্রাহকদের বিল পেমেন্ট, টাকা পাঠানো কিংবা অন্যান্য ট্রানজাকশনের ক্ষেত্রে UPI, IMPS, NEFT অথবা RTGS এর মতো বিকল্পগুলি ব্যবহারের আহ্বান জানিয়েছে।

SBI Banking Updates 2025 this Bank to shutdown mcash facility From December 1

কেন ব্যবহৃত হয় এই mCASH?

Online SBI এর mCASH পরিষেবাটির মাধ্যমে গ্রাহকরা যে কোনও ধরনের অনলাইন ট্রানসাকশন অর্থাৎ বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, পরিচিতদের টাকা পাঠানোর মতো কাজগুলি করতে পারেন। মূলত যে সকল SBI গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে অর্থাৎ Online SBI এ লগইন করা রয়েছে তারা শুধুমাত্র মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে mCASH এর মাধ্যমে টাকা ট্রানজেকশন করতে পারেন।

অবশ্যই পড়ুন: টানা ১ সপ্তাহ বাংলা থেকে বাতিল একগুচ্ছ ট্রেনগুলি, তালিকা দিল দক্ষিণ পূর্ব রেল

কীভাবে SBI UPI ব্যবহার করে টাকা পাঠাবেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের mCASH পরিষেবা বন্ধ করার ঘোষণার পাশাপাশি বিকল্প হিসেবে UPI এর মতো বেশ কিছু মাধ্যমের কথা উল্লেখ করেছে। সেক্ষেত্রে বলি, একজন mCASH ব্যবহারকারী যদি SBI UPI ব্যবহার করে ট্রানজাকশন করতে চান সে ক্ষেত্রে প্রথমেই BHIM SBI Pay অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ইন্সটল করে নিন। এরপর হোমস্ক্রিনে গিয়ে লগইন করে নিয়ে নিজের অ্যাকাউন্ট জুড়ে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন। বলা বাহুল্য, SBI এর এই UPI অ্যাপের মাধ্যমে মোবাইল রিচার্জ থেকে শুরু করে যেকোনও বিল পেমেন্ট, পারস্পরিক লেনদেন করা সম্ভব।

Leave a Comment