১ নভেম্বর থেকে পেমেন্টে বসছে চার্জ! SBI গ্রাহকদের জন্য খারাপ খবর

SBI Credit Card Payment

সৌভিক মুখার্জী, কলকাতা: স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের জন্য চরম দুঃসংবাদ। আগামী ১ নভেম্বর থেকেই গুনতে হবে অতিরিক্ত চার্জ। জানা যাচ্ছে, যদি এসবিআই ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট (SBI Credit Card Payment) করেন, তাহলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে তৃতীয় পক্ষের অ্যাপ লেনদেন বা ১০০০ টাকার বেশি ওয়ালেট রিচার্জের ক্ষেত্রে এবার থেকে ১% অতিরিক্ত চার্জ কাটা হবে। তবে কোন কোন ক্ষেত্রে, তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

শিক্ষাগত পেমেন্টের ক্ষেত্রে ১% চার্জ

আগামী ১ নভেম্বর, ২০২৫ থেকে স্কুল, কলেজ বা যে কোনও শিক্ষা প্রতিষ্ঠানের থার্ড পার্টি অ্যাপ কিংবা অ্যাগ্রিগেটরের মাধ্যমে যদি পেমেন্ট করা হয়, তাহলে ১% লেনদেন ফি নেওয়া হবে। তবে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা ক্যাম্পাসের POS টার্মিনালের মাধ্যমে সরাসরি করা পেমেন্টের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে না। রিপোর্ট অনুযায়ী, তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে করা শিক্ষাগত পেমেন্টের ক্ষেত্রেই গুনতে হবে চার্জ।

২০০০ টাকার ওয়ালেট রিচার্জে অতিরিক্ত ২০ টাকা চার্জ

এদিকে ১ নভেম্বর থেকে ১০০০ টাকার বেশি প্রতিটি ওয়ালেট লেনদেনের উপর ১% করে চার্জ নেওয়া হবে। সেই হিসাবে যদি ২০০০ টাকার ওয়ালেট রিচার্জ করেন, সেক্ষেত্রে আপনাকে ২০ টাকা চার্জ দিতে হবে। মূলত এই চার্জ অ্যামাজন পে থেকে শুরু করে ফোনপে, পেটিএমের মতো ডিজিটাল ওয়ালেট, ক্রেডিট কার্ড পেমেন্টের উপর প্রযোজ্য হবে। আর এর ফলে ছোট ছোট রিচার্জ করা ব্যবহারকারীদের উপর প্রভাব পড়বে। এমনকি বড় লেনদেনের জন্য খরচ অনেকটাই বাড়বে।

আরও পড়ুনঃ SIR-র জন্য BLO কবে বাড়ি আসবেন? না থাকলে নাম কাটা যাবে? মিলল জবাব

ব্যবহারকারীদের উপর প্রভাব

উল্লেখ্য, নতুন এই নিয়মগুলো ডিজিটাল লেনদেনের উপর বিরাট প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যে সমস্ত ব্যবহারকারী প্রতিনিয়ত ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে এবং ওয়ালেটের উপর নির্ভর করে, তারাই বেশি প্রভাবিত হবে। বিশেষজ্ঞরা বলছে, এই নিয়ম ব্যবহারকারীদের স্মার্ট পেমেন্ট বেছে নিতে সাহায্য করবে। এমনকি এসবিআই থেকে জানানো হয়েছে, এই পরিবর্তনগুলি খরচ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করার জন্যই। তাই অবশ্যই আগামী মাস থেকে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করার সময় সতর্ক থাকুন।

Leave a Comment