বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার মানেই তীব্র অনিশ্চয়তা। আপনার কষ্টার্জিত অর্থ ডুবে যাবে না এমন নিশ্চয়তা কই? আসলে, শেয়ার বাজার বা স্টক মার্কেটে বিনিয়োগ করেন তারাই যাদের কলজেতে দম আছে। এক কথায়, ঝুঁকি নিতে জানলে তবেই এই মার্কেটে বিনিয়োগ করা সম্ভব। আর এই ঝুঁকির সিঁড়িতে পা রেখেই মালামাল হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যাও নেহাত কম নয়। শেয়ার বাজার বা স্টক মার্কেটের দুনিয়ায় এমন বেশ কিছু অল্প পয়সার স্টক রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়ে থাকে। স্টক মার্কেটের ভাষায় এদের বলা হয় মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। আজকের প্রতিবেদনেও থাকছে এমনই এক স্টকের তথ্য যার দাম 5 টাকা থেকে সোজা 50 টাকা হয়েছে।
1 বছরে 2 লাখকে প্রায় 18 লাখ বানিয়েছে এই স্টক
শেয়ার মার্কেটের তীব্র অনিশ্চয়তার মধ্য দিয়েও বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস সংস্থাটির স্টকগুলি। মূলত খাদ্য পরিষেবা এবং খুচরো ব্যবসার সাথে যুক্ত এই ভারতীয় সংস্থা সাম্প্রতিককালে ব্যবসায় বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। যার কারণে এই সংস্থার স্টকগুলির দাম ঊর্ধ্বমুখী হয়েছে। না বললেই নয়, চলতি বছর অর্থাৎ 2025 এ দাঁড়িয়ে যেসব স্টক প্রথম সারির মাল্টিব্যাগারের মধ্যে পড়ে সেই তালিকা দেই নাম রয়েছে এই ভারতীয় সংস্থার স্টকগুলির।
বলাই বাহুল্য, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 সালে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 5 টাকা। সেই স্টক বিগত বছরগুলিতে বিনিয়োগকারীদের 4,200 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে যদি মাত্র এক বছরের হিসেব করা হয় সেক্ষেত্রে এই 5 টাকার স্টকটি গতবছর থেকে চলতি বছরের মধ্যে বিনিয়োগকারীদের কম করে 796 অর্থাৎ প্রায় 800 শতাংশ রিটার্ন প্রদান করেছে। এর অর্থ, একজন ব্যক্তি যদি গতবছর মাত্র 2 লাখ টাকা এই স্টকে বিনিয়োগ করতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো প্রায় 18 লাখ টাকায়।
অবশ্যই পড়ুন: ১৩ ডিসেম্বর মেসির সাথে একই মঞ্চে থাকছেন শাহরুখ খানও, জানিয়ে দিলেন বলিউড কিং
মাত্র 6 মাসের ব্যবধানে এই স্টকটি বিনিয়োগকারীদের 103 শতাংশ রিটার্ন দিলেও গত তিন মাসে এই স্টকের রিটার্নের পরিমাণ ছিল 11 শতাংশ। তবে গত এক মাসের নিরিখে এই স্টক ইনভেস্টরদের 7 শতাংশ রিটার্ন দিয়েছে। শেষবারের মতো আজ অর্থাৎ 11 ডিসেম্বর শেয়ার বাজারে অসাধারণ পারফরমেন্স দেখানোর পর 50.10 টাকায় ক্লোজ হয়েছে এই স্টক। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, ভারতীয় সংস্থাটি যেভাবে বিগত দিনগুলিতে তাদের ব্যবসা বাড়িয়ে চলেছে তাতে খুব শীঘ্রই এই স্টকের দাম আরও বাড়তে পারে।