১ বলে ১৩ রান, এশিয়া কাপের আগে বিরাট কীর্তি সঞ্জু স্যামসনের

Sanju Samson Scored 13 runs in a single ball before Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শুরুর আগেই 22 গজে দাপট দেখালেন ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসন। তিনি যে আগের মেজাজেই রয়েছেন, সেটারই প্রমাণ দিল মঙ্গলবারের কোচি ব্লু টাইগার্স বনাম ত্রিশুর টাইটানসের ম্যাচ।

এদিন 30 বছর বয়সী সঞ্জু ব্যাট হাতে বোলারদের উপর একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন। গতকাল চার, ছয়ের বন্যায় হাফ সেঞ্চুরি করার পাশাপাশি এক বিরল রেকর্ড গড়েছেন তিনি। জানা যাচ্ছে, এদিন টাইটানসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক বলে 13 রান করার কৃতিত্ব অর্জন করেছেন ভারতীয় তারকা।

কীভাবে এক বলে 13 রান করলেন সঞ্জু?

মঙ্গলবার, কেরালা ক্রিকেট লিগের কোচি ব্লু টাইগার বনাম ত্রিশুরের ম্যাচ চলাকালীন তিরুবন্তপুরম গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে একেবারে ঝড় তুলে দিয়েছিলেন সঞ্জু স্যামসন। এদিন প্রতিপক্ষের বোলারদের পিটিয়ে 46 বলে 89 রান করেছিলেন সঞ্জু। তবে সবচেয়ে অবাক করা বিষয়, এদিন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ত্রিশুর টাইটান্সের বিরুদ্ধে এক বলে 13 রান করেছিলেন।

কিন্তু কীভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন ভারতীয় ক্রিকেটার? জানা যায়, মঙ্গলবার ত্রিশুরের হয়ে সঞ্জুকে পঞ্চম ওভার বল করতে আসেন সিজোমন জোসেফ। তাঁর চতুর্থ বলে একটি ছয় হাঁকান সঞ্জু স্যামসন। এরপরই ওই বলটিকেই নো বল ঘোষণা করেন আম্পায়ার। যার জেরে ওই ওভারের চতুর্থ বল থেকে 7 রান পেয়ে গিয়েছিলেন সঞ্জু।

এরপর জোসেফ পুনরায় ওই বলটি ছুঁড়লে সঞ্জু মিড অন দিয়ে আরও একটি ছক্কা হাঁকান। এভাবেই পঞ্চম ওভারের চতুর্থ বলে 13 রান করেছিলেন ভারতীয় ক্রিকেটার। যা এশিয়া কাপের আগে সকলকে অবাক করেছে।

 

অবশ্যই পড়ুন: ভারতের প্রধানমন্ত্রী একজন অসাধারণ মানুষ! হঠাৎ মোদির প্রশংসা ট্রাম্পের, হল টা কী?

উল্লেখ্য, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এই প্রতিযোগিতায় ভারতের প্রথম ম্যাচ রয়েছে আগামী 10 সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর 14 সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে টিম ইন্ডিয়ার।

Leave a Comment