সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের ব্যাঙ্কগুলোতে দাবিহীন ভাবে পড়ে রয়েছে ১ লক্ষ কোটি টাকারও বেশি। আপনিও করতে পারেন এই বিপুল পরিমাণ টাকার দাবি। হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দেশের জনগণকে তাদের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বীমা পলিসি, মিউচুয়াল ফান্ড বা লভ্যাংশের পড়ে থাকা টাকা তুলে নেওয়ার জন্যই আবেদন করেছেন (Narendra Modi on Unclaimed Money)। কিন্তু আপনি এই টাকার যোগ্য দাবিদার কিনা কীভাবে বুঝবেন এবং যদি দাবিদার হন, তাহলে কীভাবে আবেদন করবেন তা জানতে হলে চোখ রাখুন এই প্রতিবেদনটির উপর।
পড়ে রয়েছে ১ লক্ষ কোটি টাকারও বেশি দাবিহীন অর্থ
সম্প্রতি লিঙ্কডইনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে লিখেছেন, দেশে ১ লক্ষ কোটি টাকার বেশি দাবিহীন হিসাবে পড়ে রয়েছে। আর জনগণ তা সম্পূর্ণ ভুলে গিয়েছে। এই টাকা সম্পর্কে প্রধানমন্ত্রী যে পরিসংখ্যান দিয়েছে তা শুনলে আপনি অবাক হবেন। তিনি বলেছেন, ব্যাঙ্কগুলোতে প্রায় ৭৮,০০০ কোটি টাকা দাবি আমানত রয়েছে, বীমা কোম্পানিগুলোর কাছে রয়েছে ১৪,০০০ কোটি টাকা আর মিউচুয়াল ফান্ডগুলির কাছে রয়েছে ৩,০০০ কোটি টাকা। পাশাপাশি দাবিহীন লভ্যাংশের পরিমাণ দাঁড়িয়েছে ৯,০০০ কোটি টাকা।
এদিকে ২০২৫ সালের অক্টোবর মাসে ‘আপনার টাকা, আপনার অধিকার’ প্রচার শুরু হয়েছিল। আর এই প্রচারের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের জন্য তাদের অর্থ খুঁজে দেওয়া এবং দাবি সহজ করে তোলা। সেই লক্ষ্যেই ব্যাঙ্ক, বীমা বা মিউচুয়াল ফান্ড এবং লভ্যাংশের জন্য পৃথক পৃথক ডিজিটাল পোর্টাল তৈরি করা হয়েছিল, যেখানে ঘরে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমেই সেই অর্থের জন্য দাবি করা যেতে পারে।
আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হবে না কোনও লুজ শিট! নয়া নিয়ম WBCHSE-র
ফেরত এসেছে ২০০০ কোটি টাকা
বলাবাহুল্য, সরকার এই অভিযান শুরু করার পর ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত দেশের ৪৭৭ জেলায় ক্যাম্প স্থাপন করেছিল। আর গ্রাম থেকে শহর পর্যন্ত ব্যাঙ্ক, বীমা কোম্পানী বা নিয়ন্ত্রক এবং সরকারি বিভাগ যৌথভাবেই এই ক্যাম্প পরিচালনা করেছিল। এর মাধ্যমে মোটামুটি ২০০০ কোটি টাকা মানুষের কাছে ফেরত এসেছে। তবে আপনিও যদি এই টাকার যোগ্য দাবিদার হন, তাহলে কেন্দ্র সরকারের https://udgam.rbi.org.in/ ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন জানাতে পারেন।