১ লক্ষ বিনিয়োগে ২ লক্ষ রিটার্ন! ধামাকাদার স্কিম পোস্ট অফিসের

Post Office KVP Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: সঞ্চয়ের চিন্তাভাবনা সবাই করে। কেউ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, আবার কেউ ফিক্সড ডিপোজিটে টাকা রাখে। তবে অনেকে এমন কোনো জায়গা খোঁজে, যেখানে বিনিয়োগ করলে টাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে, আর মোটা অংকের রিটার্ন পাওয়া যাবে। আর ঠিক এই চাহিদার কথা মাথায় রেখে পোস্ট অফিস এমন একটি স্কিম নিয়ে এসেছে, যেখানে গ্রাহকদের টাকা দিগুণ হয়ে যাচ্ছে।

হ্যাঁ, আমরা বলছি পোস্ট অফিসের কিষান বিকাশ পত্র স্কিমের (Post Office KVP Scheme) কথা, যেখানে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে 2 লক্ষ টাকা হাতে পাবেন। তবে কোন উপায়ে বিনিয়োগ করতে হবে, কীভাবে বিনিয়োগ করবেন? সবটা জানিয়ে দিচ্ছি আজকের প্রতিবেদনে।

কেন জনপ্রিয় এই কিষাণ বিকাশ পত্র স্কিম?

দেখুন, গ্রামাঞ্চল থেকে শহর, সব জায়গায় এই কিষান বিকাশ পত্র স্কিম এক অনন্য ভরসার নাম। তাই আপনি যদি এমন কোনো স্কিম খুঁজে থাকেন, যেখানে কোনোরকম ঝুঁকি নেই, নির্দিষ্ট পরিমাণ রিটার্ন পাওয়া যায় এবং সরকারের গ্যারান্টি রয়েছে, তাহলে কিষাণ বিকাশ পত্র স্কিম হতে পারে আপনার জন্য একেবারে সেরা বিকল্প। আর এই স্কিমে বর্তমানে 7.50% হারে চক্রবৃদ্ধি সুদ দেওয়া হচ্ছে। এই সুদের জেরেই আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে দশ বছরে 2 লক্ষ টাকা হাতে পাবেন।

কারা বিনিয়োগ করতে পারবেন?

যেকোনো ভারতীয় নাগরিক 18 বছরের বেশি বয়স হলেই এখানে বিনিয়োগ করা যাবে। চাইলে জয়েন্ট অ্যাকাউন্টও খোলা যাবে, সেক্ষেত্রে সর্বাধিক তিনজন মিলে অ্যাকাউন্ট খুলতে পারবেনে। এমনকি দশ বছর বয়সের শিশুর নামেও এই স্কিমের অ্যাকাউন্ট খোলা যায়। তবে এখানে ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে হয়, সর্বোচ্চ বিনিয়োগের কোনোকরম ঊর্ধ্বসীমা নেই। আপনি যত খুশি, তত টাকা রাখতে পারবেন।

কতদিনে টাকা দ্বিগুণ হবে?

বর্তমানে যে হারে সুদ দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী কিষান বিকাশ পত্র স্কিমে যদি 1 লক্ষ টাকা রাখেন, তাহলে 115 মাস অর্থাৎ, 9 বছর 7 মাসে টাকা দ্বিগুণ হয়ে যাবে। সেক্ষেত্রে 1 লক্ষ টাকা রাখলে আপনি পাবেন 2 লক্ষ টাকা রিটার্ন। সেই হিসেবে যদি 5 লক্ষ টাকা রাখেন, তাহলে 10 লক্ষ টাকা রিটার্ন পাবেন। তবে হ্যাঁ, যদি আপনার হঠাৎ প্রয়োজন পড়ে, তাহলে 2 বছর 6 মাস পর থেকে আপনি প্রি-ম্যাচিওর উইথড্রল করতে পারবেন। 

এমনকি যেকোনো দুর্ঘটনার ক্ষেত্রে যাতে আপনার পরিবারের টাকা কাজে লাগে, সেজন্য রয়েছে নমিনির সুবিধা। শুধু তাই নয়, কিষান বিকাশ পত্র স্কিমকে আপনি বন্ধক রেখে লোনও নিতে পারবেন ব্যাংক বা আর্থিক সংস্থার কাছ থেকে। তাই এক কথায় এই স্কিমটি সাধারণ মানুষের কাছে একেবারে সোনায় সোহাগা।

তবে সবথেকে বড়, কিষান বিকাশ পত্র স্কিমের আয়কর আইন 1961-এর 80C ধারা অনুযায়ী কর ছাড় পাওয়া যায়। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত ট্যাক্স ছাড় মেলে। কিন্তু মনে রাখতে হবে, 50,000 টাকার বেশি বিনিয়োগ করলে অবশ্যই প্যান কার্ডের তথ্য দিতে হবে।

আরও পড়ুনঃ গন্ধেশ্বরীর জলে ভাসল মানকানালি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন ৩০ গ্রামের! পুজোর আগে বন্যার আশঙ্কা

কীভাবে কিষান বিকাশ পত্র স্কিমের অ্যাকাউন্ট খুলবেন?

কিষান বিকাশ পত্র স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে নিকটবর্তী কোনো পোস্ট অফিস বা সরকার অনুমোদিত ব্যাংকে যেতে হবে। তারপর সেখানে গিয়ে কিষান বিকাশ পত্রের ফর্ম সংগ্রহ করতে হবে ও পূরণ করতে হবে। তারপর সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। জমা দেওয়ার পরেই আপনি বিকাশপত্র স্কিমের পাসবুক হাতে পেয়ে যাবেন। তবে আরো বিস্তারিত জানতে হলে 1800 266 6868 হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন।

আরও বিস্তারিত জানতে- ক্লিক করুন

Leave a Comment