১ লক্ষ রাখলে ৩৯০ দিনেই ২৩,৮৭২ টাকা সুদ! দারুণ অফার PNB-র

PNB Fixed Deposit

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমালেও এখনও পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাতে পারেনি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কিন্তু ভবিষ্যতে সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে। আর এই পরিস্থিতি দাঁড়িয়ে অনেকেই নিরাপদ বিনিয়োগ এবং নিশ্চিত রিটার্নের জন্য ফিক্সড ডিপোজিট করতে চাইছেন। আর তাদের জন্য পিএনবি (PNB Fixed Deposit) হতে পারে দারুণ লাভজনক বিকল্প। জানা যাচ্ছে, মাত্র ১ লক্ষ টাকা জমালেই আপনি ২৩,৮৭২ টাকা সুদ পাবেন। এবার নিশ্চয়ই ভাবছেন কীভাবে? জানতে আগ্রহী হলে প্রতিবেদনটি পড়ুন।

কোথায় সবথেকে বেশি সুদ মিলছে?

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বর্তমানে এফডি স্কিমে ৩% থেকে ৭.৩০% পর্যন্ত সুদ অফার করছে। আর এগুলির মেয়াদ হচ্ছে মোটামুটি ৭ দিন থেকে ১০ বছর। সেক্ষেত্রে নিজের সুবিধা অনুযায়ী মেয়াদ নির্বাচন করা যাচ্ছে। আর সবথেকে বেশি সুবিধা হয়েছে ৩৯০ দিনের ফিক্সড ডিপোজিটে। এই মেয়াদের এফডি-তে সাধারণ গ্রাহকরা ৬.৫০%, সিনিয়র সিটিজেনরা ৭.০০% এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৭.৩০% পর্যন্ত সুদ পাচ্ছে।

তবে হ্যাঁ, তিন বছরের এফডি-তেও বেশ আকর্ষণীয় হারে সুদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে সাধারণ গ্রাহকরা ৬.৪০%, সিনিয়র সিটিজেনরা ৬.৯০% এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৭.০০% পর্যন্ত সুদ পাচ্ছে।

১ লক্ষ টাকা জমা করলেই লক্ষীলাভ

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তিন বছরের ফিক্স ডিপোজিটে যদি আপনি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনার মেয়াদ শেষে পিছন ফিরে তাকাতে হবে না। কারণ, সাধারণ গ্রাহকরা ২০,৯৮৩ টাকা সুদ পাবে। অর্থাৎ, মোট হাতে আসবে ১,২০,৯৮৩ টাকা। সিনিয়ার সিটিজেনরা ২২,৭৮১ টাকা রিটার্ন পাবে। অর্থাৎ, হাতে আসবে ১,২২,৭৮২ টাকা এবং সুপার সিনিয়র সিটিজেনরা ২৩,৮৭২ টাকা রিটার্ন পাবে। অর্থাৎ হাতে আসবে ১,২৩,৮৭২ টাকা।

আরও পড়ুন: লাগবে না আধারের ফটোকপি! পরিচয় যাচাইয়ে নয়া পন্থা আনছে UIDAI

আর সবথেকে বড় ব্যাপার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে নিশ্চিত রিটার্ন পাওয়া যায়। বাজারের কোনওরকম ঝুঁকি নেই। পাশাপাশি স্বল্প বাজেটে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের সুযোগ পাওয়া যায় এই স্কিমে। এমনকি সিনিয়র সিটিজেনদের জন্য বাড়তি সুদের হার তো রয়েছেই। ফলত, আর্থিক অনিশ্চয়তার সময় নিরাপদ বিনিয়োগের মাধ্যম এটি হতেই পারে। তাই আজই পিএনবি-র এই এফডি-তে বিনিয়োগ করুন এবং ভবিষ্যৎকে সুরক্ষিত করুন।

Leave a Comment