১ লাখকে বানিয়েছে ১.২০ কোটি, বিনিয়োগকারীদের অভাব মিটিয়েছে ১২ টাকার এই স্টক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ করলেই যে কোটিপতি হওয়া যায় এমন কোনও কথা নেই। আবার বিনিয়োগ করলেই যে লোকসানের ঘরে থাকতে হবে এমনটাও নয়। আসলে শেয়ার বাজার এমনই এক বাজার, যা একজন বিনিয়োগকারীকে যেমন রাতারাতি কোটিপতি বানাতে পারে তেমনই ইনভেস্টরের কষ্টার্জিত অর্থ ডোবাতেও সময় নেয় না। কিন্তু এই অনিশ্চয়তার বাজারে বিনিয়োগ করতে হল কোন শেয়ার বা স্টকে বিনিয়োগ করব?

এমন প্রশ্নই কুরে কুরে খায় অনেককেই। তবে সংশয়ের বেড়াজাল পেরিয়ে যারা ঝুঁকি নিতে পারেন, বিশ্বাস করে কোনও স্টকে বিনিয়োগ করতে পারেন… তারাই কোটি টাকার মুখ দেখেন। এমন অনেক স্টক রয়েছে যেগুলি অল্প সময়ের মধ্যেই বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়ে থাকে… আজকের প্রতিবেদনে রইল তেমনই এক মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। যা মাত্র 5 বছরের মধ্যে 4,800 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

1 লাখকে 1.20 কোটি বানিয়েছে এই স্টক

বিগত দিনগুলিতে শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে জিন্দাল গ্রুপের জনপ্রিয় সংস্থা জিন্দাস ফটো লিমিটেড। মূলত ফটো ইমেজিং ও মেডিক্যাল এক্সে পণ্যের বিপণন এবং বিক্রয় ব্যবসার সাথে যুক্ত এই ভারতীয় সংস্থাটির স্টকগুলির দাম সম্প্রতিকালে লাফিয়ে বেড়েছে। জানলে অবাক হবেন, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2019 সালে এই সংস্থার একটি স্টকের দাম ছিল মাত্র 12 টাকা 60 পয়সা। তবে 2025 এর ডিসেম্বরে দাঁড়িয়ে সেই স্টকের একটির দাম 1,530 টাকা।

বলাই বাহুল্য, জিন্দাল ফটো লিমিটেডের 12 টাকার স্টকে যদি আজ থেকে 5 বছর আগে আপনি মাত্র 1 লাখ টাকা রাখতেন, তবে আজকের দিনে আপনার মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতো 1 কোটি 20 লক্ষ টাকায়। ভাবা যায়! হ্যাঁ, আসলে 5 বছরে বিনিয়োগকারীদের 4853.75 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক। সবচেয়ে বড় কথা, গত 6 মাসে এই স্টক বিনিয়োগকারীদের 77 শতাংশ রিটার্ন দিয়েছে। যেখানে মাত্র 1 মাসে প্রায় 10 শতাংশ রিটার্ন পেয়েছেন এই স্টকের বিনিয়োগকারীরা।

অবশ্যই পড়ুন: গম্ভীরের একার দ্বারা হচ্ছে না! টিম ইন্ডিয়ার দুজন কোচ প্রয়োজন? মুখ খুললেন কপিল দেব

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, বিগত দিনগুলিতে জিন্দাল ফটো লিমিটেড নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ লভ্যাংশ ঘরে তুলেছে। সেই সূত্রেই সংস্থাটির স্টকগুলির দাম একেবারে ঝড়ের গতিতে বেড়েছে। শেষ বারের মতো আজ অর্থাৎ 12 ডিসেম্বর দুপুরে 1,530 টাকায় ক্লোজ হয়েছিল জিন্দাল ফটো লিমিটেডের স্টকগুলি।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment