বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে শেয়ার বাজারে যে হারে অনিশ্চয়তা বেড়েছে তাতে কোন স্টকে বিনিয়োগ করাটা নিরাপদ হবে সেটাই ভেবে উঠতে রাতের ঘুম এক করে ফেলছেন বিনিয়োগকারীরা। আসলে, শেয়ার বাজারের চড়াই উৎরাই পেরিয়ে কোন স্টক মাল্টিব্যাগার রিটার্ন দেবে সেটা বলা মুশকিল। তবুও অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, এমন কিছু স্টক রয়েছে যেগুলির আর্থিক বৃদ্ধি আগে থেকেই বোঝা যায়। তেমনই স্টক আজকের প্রতিবেদনের বিষয়বস্তু। ভারতীয় সংস্থার এই স্টক ইতিমধ্যেই বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়েছে (Best Stock To Invest)। তবে বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, আগামী সোমবারের মধ্যে এই স্টকের দাম আরও বাড়বে!
1 লাখকে ৩৫ লাখ বানানো এই স্টকে বিনিয়োগের পরামর্শ
ভারতের রাসায়নিক এবং অ্যাসিড সরবরাহকারী সংস্থা A1 লিমিটেডের স্টকগুলি সাম্প্রতিককালে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়েছে। না বললেই নয়, 2020 সালের ডিসেম্বরের শেষের দিকে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 135 টাকার আশেপাশে। সেটাই আজকের দিনে দাঁড়িয়ে 1,864.50 টাকায় ঠেকেছে। শেষবারের মতো গতকাল দুপুর 3টে বেজে 40 মিনিটে এই দামেই বন্ধ হয়েছিল ভারতীয় সংস্থার স্টকগুলি।
লাইভ হিন্দুস্তান সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, A1 লিমিটেডের স্টকগুলি খুব শীঘ্রই বিনিয়োগকারীদের মুখে ফের চওড়া হাসি ফোটাবে। কেননা, এই সংস্থাটি দেশীয় সংস্থাগুলির সাথে ঘনীভূত নাইট্রিক অ্যাসিড সরবরাহের জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি ঘোষণা করেছে। গতকাল অর্থাৎ শুক্রবার, বাজার বন্ধ হওয়ার পর A1 লিমিটেড সংস্থাটি নিজেরাই এই তথ্য জানিয়েছিল।
রিপোর্ট অনুযায়ী, গুজরাত নর্মদা ভ্যালি সার এবং রাসায়নিক ও সৌর শিল্পে মধ্যে 10,000 মেট্রিক টন ঘনীভূত নাইট্রিক অ্যাসিড সরবরাহকারী হিসেবে কাজ করবে এই সংস্থা। আগামী বছর অর্থাৎ 2026 এর মার্চ মাস পর্যন্ত বৈধতা যুক্ত বিশেষ চুক্তির অধীনে গতমাসেই সংস্থাটি প্রায় 128 কোটি টাকা পেয়েছে। আর এই নতুন চুক্তির অধীনে বিপুল অর্ডারের কারণেই সংস্থাটির স্টকগুলি খুব শীঘ্রই ঊর্ধ্বমুখী হবে। বেশ কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞের দাবি, বিগত 5 বছরে বিনিয়োগকারীদের 3,000 শতাংশেরও বেশি রিটার্ন দেওয়া এই স্টকের দাম আগামী সোমবার কিংবা পরবর্তী সময়ের মধ্যে বিনিয়োগকারীদের আরও রিটার্ন দেবে।
অবশ্যই পড়ুন: দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার, গম্ভীরের সাথে বিরাট ঝামেলা হার্দিক পান্ডিয়ার? ভিডিও ভাইরাল
আশা করা হচ্ছে, 1 লাখ টাকাকে 5 বছরে 31 লাখ বা তারও বেশি অর্থে রূপান্তরকারী এই বিশেষ স্টকের দাম আগামী কিছুদিনের মধ্যেই অনেকটাই বাড়বে। অভিজ্ঞ বিনিয়োগকারীদের অনেকেরই দাবি, A1 লিমিটেড সংস্থাটি যেভাবে তাদের ব্যবসায় উন্নতি করছে তাতে সবদিক ঠিক থাকলে চলতি ডিসেম্বরের মধ্যেই এই স্টকের দাম 2000 টাকা ছুঁয়ে যেতে পারে। যদিও সবটাই নির্ভর করছে বাজারের উপর।