বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ করে কোটিপতি হয়েছেন এমন বিনিয়োগকারীর সংখ্যা নেহাত কম নয়। এই বাজার যেমন ঝুঁকি নিতে শেখায় তেমনই একটানা লসের পর ইনভেস্টারদের লাভের ঘরেও তুলে আনে। তবে এমন অনেক স্টক রয়েছে যেগুলি অল্প সময়ের মধ্যে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ রিটার্ন দিয়ে থাকে।
শেয়ার বাজারের ভাষায় এই স্টকগুলির পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। স্টক মার্কেটে বিনিয়োগ করেন আর এই শব্দটির সাথে পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। এই স্টকগুলি সম্পর্কে যাঁরা জানেন তারা এও জানবেন, এই স্টক যেমন 12 বছরে বিনিয়োগকারীদের 1 লাখকে 81 লাখ বানিয়েছে, তেমনই মাত্র তিন বছরেও 1 লাখ টাকাকে 5 কোটি করেছে। আজকের প্রতিবেদনে রইল এমনই এক স্টকের তথ্য যা মাত্র 5 বছরে ইনভেস্টারদের 15,350 শতাংশ রিটার্ন দিয়েছে।
1 লাখ রেখে মিলেছে প্রায় 1 কোটি 55 লাখ
1962 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল ভারতীয় সংস্থা হাজুর মাল্টি প্রজেক্টস লিমিটেডের। দেশের এই অবকাঠামো কোম্পানি মূলত রিয়েল এস্টেট এবং সড়ক নির্মাণ প্রকল্পগুলিতে কাজ করে থাকে। বলাই বাহুল্য, ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ বা NHAI এবং মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এই সংস্থা। বিগত দিনগুলিতে সড়ক নির্মাণ এবং রিয়েল এস্টেট এই দুই খাতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে সংস্থাটি।
গত 29 নভেম্বর, অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় ওয়ারেন্ট রূপান্তরের পরই ইকুইটি বরাদ্দের অনুমোদন পেয়েছিল সংস্থাটি। পরবর্তীতে এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় সংস্থাটি জানিয়েছে, বোর্ড 13,20,000 ইকুইটি শেয়ার বরাদ্দ করেছে। যার ইস্যু প্রাইস শেয়ার প্রতি 30 টাকা নির্ধারণ করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, বোর্ডের তরফে শেয়ার বরাদ্দ সহ অন্যান্য একাধিক প্রজেক্টে কাজ করার দৌলতে বিগত দিনগুলিতে বিপুল মুনাফা অর্জন হয়েছে তাদের। আর সেই সূত্রেই তাদের স্টকগুলির দাম বাজারে লাফিয়ে বেড়েছে।
জানলে অবাক হতে হয়, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 সালে এই সংস্থার স্টকের দাম ছিল মাত্র 24 পয়সা। আজকের দিনে দাঁড়িয়ে সেই স্টকের দাম 38.50 টাকায় উঠেছে। এর আগে গত শুক্রবার সংস্থাটির শেয়ার 1 শতাংশ বৃদ্ধি পেয়ে একটি স্টকের দাম উঠেছিল 37.15 টাকায়। ওই দামেই ক্লোজ হয় স্টকগুলি। আজকের দিনে সেই দাম বেশ খানিকটা বেড়ে 38.50 টাকা ছুঁয়ে ফেলেছে। না বললেই নয়, বিগত 5 ট্রেডিং সেশনে এই স্টকের দাম 17.68 শতাংশ বেড়েছে।
অবশ্যই পড়ুন: বঙ্গোপসাগরে মিসাইল হামলা! সমুদ্রের বুকে বিরাট যুদ্ধ মহড়া চালাল বাংলাদেশ
এবার আসা যাক আসল কথায়, হাজুর মাল্টি প্রজেক্টস লিমিটেডের স্টকগুলি গত 1 বছরের ব্যাপক ধাক্কা খেয়েছিল। গত 6 মাসে 14.42 এবং গত 1 বছরের হিসেবে এই স্টকের দাম 30.40 শতাংশ পর্যন্ত কমেছিল। তবে এমন পতন সত্ত্বেও শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে ফের মাথা উঁচু করে দাঁড়িয়েছে স্টকটি। সবচেয়ে অবাক করা বিষয়, মাত্র 5 বছরের মধ্যেই এই স্টক বিনিয়োগকারীদের 15,350 শতাংশ রিটার্ন দিয়েছে। অর্থাৎ 2020 সালের নভেম্বর-ডিসেম্বরে যদি কোনও বিনিয়োগকারী তৎকালীন 24 পয়সার স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে তাঁর হাতে থাকতো 1 কোটি 54 লাখ 50 হাজার টাকা। এক কথায় প্রায় 1 কোটি 55 লাখ টাকার মালিক হতেন এই স্টকের বিনিয়োগকারীরা। ভাবা যায়!