১ লাখে মিলেছে ১৯ লাখেরও বেশি, ১৮৬৫% রিটার্ন দিয়েছে ১৭ টাকার এই স্টক

This Multibagger Stock gave 1865 percent return

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের অবস্থা একপ্রকার ‘ধরি মাছ না ছুই পানি’ হয়ে দাঁড়িয়েছে! কেননা, বিগত দিনগুলিতে যে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এই বাজার, তাতে নিজের কষ্টার্জিত অর্থ কোনও স্টকে বিনিয়োগ করার আগে অন্তত হাজারবার ভাবছেন ইনভেস্টাররা। তবে সেই আবহেও বহু বিনিয়োগকারীর মুখে হাসি ফুটিয়েছে রেফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকগুলি (Multibagger Stock)। শুক্রবার, BSE তে এই স্টকের দাম এক লাফে 13 শতাংশ বৃদ্ধি পেয়েছে।

17 টাকার স্টকে বিনিয়োগ করেই লাখপতি!

রেফ্রিজারেন্ট গ্যাস উৎপাদন এবং পুনর্ব্যবহার থেকে শুরু করে কয়লা, বিদ্যুৎ বাণিজ্য এমনকি পরিবেশ বান্ধব পরিবহনেও যথেষ্ট উজ্জ্বল নাম রেফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। বিগত দিনগুলিতে এই সংস্থার শেয়ারগুলি চরম অনিশ্চয়তার মধ্যেও উর্ধ্বমুখী হয়েছে। জানলে অবাক হবেন, আজ থেকে ঠিক 5 বছর আগে অর্থাৎ 2020 সালের নভেম্বর মাসে রেফেক্স ইন্ডাস্ট্রিজের একটি স্টকের দাম ছিল 17 টাকা 67 পয়সা। সেই সময়ে যাঁরা ভরসা করে এই স্টকে বিনিয়োগ করেছিলেন আজ তারা লাখোপতি।

বলাই বাহুল্য, 2020 সালের নভেম্বর মাসের 17.67 টাকার স্টকটি গত দু বছরে গ্রাহকদের 225 শতাংশ রিটার্ন দিয়েছে। একইভাবে তিন বছরের মাথায় এই স্টক বিনিয়োগকারীদের একেবারে 590 শতাংশ রিটার্ন দিয়ে লাভের মুখ দেখিয়েছে। তবে হিসেবটা যদি 5 বছরে করা হয় সেক্ষেত্রে, 2020 সালের নভেম্বর মাসে 17.67 টাকার স্টকে যাঁরা মাত্র 1 লক্ষ টাকা রেখেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে তাঁরা একেবারে 1865 শতাংশ রিটার্ন পেয়েছেন। এক কথায়, জমানো আমানতের পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 19 লাখেরও বেশি অর্থে।

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি এই ব্যবসায়ী গ্রুপটি 100 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। যার কারণে সংস্থাটির শেয়ারগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে। এই সংস্থা একটি এক্সচেঞ্জ ফাইলিং এ জানিয়েছে, মূলত ছাই ব্যবস্থাপনা খাতে বিপুল অঙ্কের অর্ডার আসায় তাদের শেয়ারের দাম বেড়েছে। বলাই বাহুল্য, শুক্রবার BSE তে ইনট্রা ডে চলাকালীন এই সংস্থার স্টকের দাম 13 শতাংশ পর্যন্ত বেড়ে 363.60 টাকায় দাঁড়িয়েছিল। তবে এই মুহূর্তে রেফেক্স ইন্ডাস্টিজের স্টকগুলির দাম কিছুটা কমে 347 টাকায় ট্রেড করছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনে বাজার কিছুটা চাঙ্গা হলে এই স্টকের দাম লাফিয়ে বাড়বে।

52 সপ্তাহের পারফরমেন্স

আজকের 347 টাকার রেফেক্স ইন্ডাস্ট্রিজের স্টকের দাম দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ 574.70 টাকায় ট্রেড করেছিল। এই একই সময়ের মধ্যে সংস্থাটির মুনাফা কিছুটা কমে যাওয়ায় সর্বনিম্ন 315.25 টাকায় নেমে এসেছিল স্টকের দাম। এর মাঝে দীর্ঘ টানাপোড়েন সত্বেও 300 টাকার নিচে দেখা যায়নি এই সংস্থার স্টকগুলিকে।

অবশ্যই পড়ুন: আমেরিকা-চিনের পরেই এশিয়া শক্তি সূচকে ৩ নম্বরে, ভারতের মুকুটে নয়া পালক

প্রসঙ্গত, ভারতীয় সংস্থা রেফেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চলতি আর্থিক বছরের গত সেপ্টেম্বরের প্রান্তিকে 52.08 কোটি টাকা লাভের কথা জানিয়েছিল। এবছরের প্রথম প্রান্তিকে সংস্থাটি লাভের পরিমাণ ছিল 33.14 কোটি টাকা। তবে হিসেবটা যদি এক বছর আগে করা হয় সেক্ষেত্রে, এই সংস্থা যেখানে এর আগে বছর 33.70 কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছিল, সেই পর্বে দাঁড়িয়ে এ বছর সেপ্টেম্বর পর্যন্ত এই সংস্থার লাভ 12.09 শতাংশে উন্নীত হয়েছে। এক কথায় বিগত দিনগুলিতে বিপুল পরিমাণ মুনাফা ঘরে টানায় সংস্থাটির স্টকগুলিও সাফল্যের শিখরে পৌঁছেছে।

Leave a Comment