বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারে বিনিয়োগ করে যে কোটিপতি হওয়া যায় তার প্রমাণ এ দেশ-দুনিয়ায় কম নেই। বহু বিনিয়োগকারীর পছন্দের জায়গা এই বাজার। তবে এই শেয়ার মার্কেট যেমন একজন ব্যক্তিকে রাতারাতি কোটিপতি বানিয়েছে, তেমনই ফতুর হয়েছেন অনেকেই। তাই বিনিয়োগ করার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। যদিও সবদিক মাথায় রেখেই শেয়ার বা স্টক মার্কেটে অর্থ রাখেন বহু মানুষ। তাঁদের মধ্যে যারা লাভের ঘরে রয়েছেন তাঁরা জানবেন, স্টক মার্কেটে এমন বহু স্টক (Multibagger Stock) রয়েছে যার দাম আজ সামান্য হলেও কাল বাদে পরশু তা গগণচুম্বি হতে পারে। তারই এক উজ্জ্বল উদাহরণ V2 Retail Limited। এই স্টক রাতারাতি না হলেও মাত্র 5 বছরে বিনিয়োগকারীদের কোষাগার ভরিয়ে দিয়েছে।
মাত্র 5 বছরে 1 লাখ হয়েছে 34.91 লাখ
ভারতের অন্যতম প্রধান ফ্যাশন চেইন V2 Retail Limited মূলত সাশ্রয়ী মূল্যে বিভিন্ন পোশাক সহ আনুষঙ্গিক পণ্য সরবরাহ করে থাকে। বিগত দিনগুলিতে এই সংস্থার স্টকগুলির দাম একেবারে লাফিয়ে বেড়েছে। জানলে অবাক হতে হয়, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 সালের নভেম্বরে এই সংস্থার স্টকের দাম ছিল 50.90 টাকা। যা আজকের দিনে দাঁড়িয়ে 2,332 টাকায় ট্রেড করছে। গতকাল অর্থাৎ শুক্রবার এই সংস্থার স্টক 2,320 টাকায় ক্লোজ হয়, পরবর্তীতে আজ অর্থাৎ শনিবার V2 Retail Limited এর স্টক প্রাইস গিয়ে দাঁড়িয়েছে 2,332 টাকায়।
ভারতীয় সংস্থার স্টকগুলি একটানা 52 সপ্তাহ ধরে আপার সার্কিট হিট করে রেখেছিল। যদিও এই মুহূর্তে স্টকগুলি কিছুটা লসে রান করছে। কিন্তু তা হলেও মাত্র এক বছরের মধ্যে অর্থাৎ 2021 সালে পৌঁছে এই স্টক শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের 89 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে হিসেবটা যদি 5 বছরে করা যায়, সেক্ষেত্রে 2020 সালের নভেম্বরের কমবেশি 60 টাকা মূল্যের স্টক 2025 এ দাঁড়িয়ে অর্থাৎ 5 বছরে প্রত্যেক বিনিয়োগকারীকে 3,391.35 শতাংশ রিটার্ন প্রদান করেছে। সহজ কথাই বলতে গেলে, আজ থেকে 5 বছর আগে অর্থাৎ 2020 র করোনাকালে যদি কেউ ঘরে বসে এই স্টকে মাত্র 1 লক্ষ টাকা রাখতেন, তবে আজকের দিনে দাঁড়িয়ে তাঁর হাতে আসত 34.91 লক্ষ টাকা। তবে হিসেবটা যদি 5 লাখে করা হয়? সেক্ষেত্রে ফলাফল গিয়ে দাঁড়াবে, কোটিতে।
অবশ্যই পড়ুন: KKR-র অধিনায়ক হওয়ার দৌঁড়ে এগিয়ে এই ৪! তালিকায় অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্যাপ্টেনও
সংস্থার আর্থিক বৃদ্ধির সাথেই বেড়েছে স্টকের দাম
2001 সালে রামচন্দ্র আগরওয়ালের হাত ধরে যাত্রা শুরু হয়েছিল ভারতের অন্যতম ফ্যাশন চেইন অর্থাৎ পোশাক সরবরাহকারী সংস্থা V2 Retail Limited এর। একেবারে শুরুর সময়কাল থেকেই গ্রাহকদের স্বার্থের কথা চিন্তা করেই ব্যবসা করে গিয়েছিলেন আগরওয়াল। তাতে ধীরে ধীরে দেশজুড়ে বিরাট জনপ্রিয়তা লাভ করে V2 Retail। বলে রাখি, দেশের 32টি শহর থেকে আজকের দিনে 23টি রাজ্যের 195টিরও বেশি শহরে অন্তত 259টি স্টোর বা শপিং মল রয়েছে এই সংস্থার। এছাড়াও এই এই সংস্থার অধীনে রয়েছে বেশকিছু সাব ব্র্যান্ডও। সেগুলিও দেশের বাজারে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সবমিলিয়ে, বিগত দিনগুলিতে জনপ্রিয়তার পাশাপাশি মূল ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে এই সংস্থা। ফলে আর্থিক বৃদ্ধির পাশাপাশি একেবারে দাবানলের গতিতে বেড়েছে সংস্থাটির শেয়ার বা স্টকের দামও।