বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময় যত গড়াচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে ততই আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে শেয়ার বাজার। সাম্প্রতিককালে যেভাবে শেয়ার বাজারে ধ্বস নেমেছে তাতে এই অনিশ্চয়তার বাজারে টাকা রাখতে অন্তত 200 বার ভাবছেন বিনিয়োগকারীরা। তবে এই ব্যাপক টানাপোড়েনের মধ্যেও কিছু স্টক বিনিয়োগকারীদের রাতারাতি কোটিপতি বানিয়েছে। প্রায় প্রতিদিনই নতুন নতুন মাল্টিব্যাগার স্টকের (Multibagger Stock) তথ্য নিয়ে হাজির হই আমরা। আজকেও তার অন্যথা হচ্ছে না। এই প্রতিবেদনে রইলো এমন একটি স্টকের খোঁজ, যার দাম মাত্র এক বছরে 15 টাকা থেকে 11,200 ছড়িয়েছে। ভাবা যায়!
এই 15 টাকার স্টকে 1 লাখ রাখলে পেতেন 7 কোটি 33 লাখ
ভারতীয় সংস্থা আরআরপি সেমিকন্ডাক্টর সংস্থাটি জিডি ট্রেডিং অ্যান্ড এজেন্সিস লিমিটেড নামেও পরিচিত। এই দেশীয় সংস্থাটি মূলত সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ব্যবসায়ে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে বিগতদিনগুলিতে। সম্প্রতি তারা মূলত সেমিকন্ডাক্টর অ্যাসেম্বল এবং টেস্টিং এর উপর জোর দিয়েছে। কাজেই ব্যবসায় লক্ষ্মী লাভ হওয়ার সাথে সাথে সংস্থাটির শেয়ার বা স্টকের দামও লাফিয়ে বেড়েছে।
জানলে অবাক হতে হয়, গত বছর অর্থাৎ 2024 সালে দাঁড়িয়ে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 15 টাকা। আজ 2025 এর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পৌঁছে এই সংস্থার একটি স্টকের দাম গিয়ে দাঁড়িয়েছে 11,207 টাকায়। অর্থাৎ মাত্র 1 বছরের মধ্যেই বিনিয়োগকারীদের সর্বনিম্ন দাম থেকে 73,233 শতাংশেরও রিটার্ন দিয়েছে স্টক। সহজে বলতে গেলে, গত বছর যদি এই স্টকে আপনি 1 লাখ টাকা রাখতেন তবে আজ আপনার হাতে থাকতো 7 কোটি 33 লাখ টাকা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট বলছে, শেষবারের মতো গত 8 ডিসেম্বর, বাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি স্টকের দাম ছিল 11,207 টাকা।
অবশ্যই পড়ুন: স্কুলে মজুদ চাল, ডাল! মিড ডে মিলে পড়ুয়ারা পাচ্ছেন ৫ টাকার বিস্কুট, হাওড়ায় বিক্ষোভ
এক কথায়, সম্প্রতি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স খাত সহ অন্যান্য ক্ষেত্রে বিপুল পরিমান মুনাফা অর্জন করার সাথে সাথে সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের কোটি টাকার মুখ দেখিয়েছে। না বললেই নয়, দীর্ঘ 52 সপ্তাহে এই সংস্থার স্টকটির দাম সর্বনিম্ন 150 টাকা হয়েছিল। সেখান থেকে সর্বোচ্চ 11,902 টাকায় ট্রেড করেছে এই স্টক। বলে রাখি, বর্তমানে এই সংস্থাটির মোট মার্কেট ভ্যালুয়েশন 15,288 কোটি টাকা।