বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজারে বিনিয়োগ যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তবে কথায় আছে, ঝুঁকি না নিলে সাফল্যের দেখা মেলে না। বিগত দিনগুলিতে এমন বক্তব্যকে প্রমাণ করে এসেছে স্টক মার্কেটের মাল্টিব্যাগর স্টকগুলি (Multibagger Stock)। শেয়ার বাজার খুঁজে এমনই এক স্টকের দেখা মিলল, যা মাত্র 5 বছরে বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই স্টকের দাম 2020 তে ছিল মাত্র 50 পয়সারও কম।
1 লাখ রেখে মিলেছে 5 কোটিরও বেশি
বিগত দিনগুলিতে, শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে এসেছে ভারতীয় সংস্থা ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্টকগুলি। জানলে অবাক হতে হয়, একটা সময় এই সংস্থার স্টকে বিনিয়োগ করতে ভয় পেতেন অনেকে। তবে সেই সময় যাঁরা বুকের বাঁ দিক চেপে এই সংস্থার স্টকগুলিতে বিনিয়োগ করেছিলেন আজ তারা কোটি টাকার মালিক।
1995 তে প্রতিষ্ঠিত খাবারের ব্যবসায়ের সাথে যুক্ত এই সংস্থার স্টক 2020 সালে 30 পয়সা থেকে 50 পয়সার মধ্যে বিক্রি হয়েছে। তবে অবাক করা বিষয়, আজকের দিনে অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে ওই সংস্থার মাত্র একটি স্টকের দাম 26 টাকা। হ্যাঁ, শেষবারের মতো আজ অর্থাৎ রবিবার সকালের দিকে এই স্টকের দাম বেড়ে 25.96 টাকা হয়েছিল। এরপর সেই সংখ্যা সামান্য বেড়ে 26 টাকা ছাড়িয়ে যায়। যদিও বর্তমানে সেই দাম কিছুটা কমে 26 টাকা হয়েছে।
তবে যদি 5 বছরের হিসেব দেখা যায় সে ক্ষেত্রে, 2020 সালের নভেম্বরের দিকে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 30 পয়সার স্টকে যদি কেউ বিশ্বাস করে মাত্র 1 লক্ষ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে অর্থাৎ চলতি বছরের নভেম্বরে দাঁড়িয়ে সেই জমানো আমানত গিয়ে 5 কোটি 19 লক্ষ টাকায়। এক কথায়, 5 বছরের মধ্যে বিনিয়োগকারীদের 51,820 শতাংশ রিটার্ন দিয়েছে মাত্র 30 পয়সার এই স্টক।
অবশ্যই পড়ুন: সাদা বলে ভারতকে হারানো সহজ নয়, প্রথম ওয়ানডে জিতে দক্ষিণ আফ্রিকাকে বোঝালেন বিরাটরা
তবে গত বছর এই স্টকের দাম বেশ খানিকটা হ্রাস পেয়েছিল। শেয়ার বাজারের অধঃপতনের কারণে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজের শেয়ারের উপর থেকে ভরসা হারাতে শুরু করেছিলেন একাধিক বিনিয়োগকারী। তবে সেই সময় যাঁরা ধৈর্য ধরেছিলেন কিছু বড় পাওয়ার আশায়, আজকের দিনে তাঁরাই সফল, এমনটাই বলছে ভারতীয় সংস্থাটির স্টক রিপোর্ট। বলাই বাহুল্য, বিগত বছরগুলিতে ওঠা পড়ার মাঝেও ব্যাপক মুনাফা অর্জন করেছে ইন্টিগ্রেটেড ইন্ডাস্ট্রিজ। বিগত বছরগুলিতে সংস্থাটির নিট মুনাফা 104 শতাংশ পর্যন্ত লাফিয়েছিল। গত বছর এই সময়ে সংস্থাটির লভ্যাংশ 14.7 কোটি থেকে বেড়ে প্রায় 30 কোটিতে পৌঁছেছিল। মূলত সে কারণেই সংস্থার স্টকগুলির দামও লাফিয়ে বেড়েছে। বর্তমানে এই সংস্থার মার্কেট ক্যাপ 604.45 কোটি টাকা।