বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজার বা স্টক মার্কেটের অনিশ্চয়তার দুনিয়ায় কোন স্টক সবচেয়ে বেশি রিটার্ন দেবে তা বলা মুশকিল। তবে অভিজ্ঞ বিনিয়োগকারীদের দাবি, কোন স্টক মাল্টিব্যাগার (Multibagger Stock) রিটার্ন দেবে তার একটা আভাস আগে থেকেই পাওয়া যায়। তবে অনভিজ্ঞদের ক্ষেত্রে সেই আভাস বোঝা চাঁদ ধরার মতোই কঠিন কাজ। প্রায় প্রতিদিনই আমরা বিভিন্ন মাল্টিব্যাগার স্টকের খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হই। আজকের প্রতিবেদনও তার অন্যথা হবে না। আজ আলোচনার প্রধান বিষয় এমন এক স্টক যার দাম 13 টাকা থেকে এক লাফে 449 টাকা হয়েছে।
1 লাখকে 36 লাখ বানিয়েছে এই স্টক
গোটা বিশ্বব্যাপী সুপরিচিত ভারতীয় সংস্থা ঊষা মার্টিনের স্টকগুলি শেয়ারবাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে। আসলে, সাম্প্রতিককালে এই সংস্থাটি তাদের ব্যবসায় বিপুল পরিমাণ মুনাফা অর্জন করায় স্টকগুলির দামও একেবারে হুরমুড়িয়ে বেড়েছে। জানলে অবাক হতে হয়, আজ থেকে 5 বছর আগে এই সংস্থার একটি স্টকের দাম ছিল 13 টাকা বা তারও কম। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই স্টকের দাম প্রায় 450 টাকায় পৌঁছেছে।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, আজ অর্থাৎ 18 ডিসেম্বর দুপুরের দিকে এই সংস্থার একটি স্টক 449 টাকা 30 পয়সায় ট্রেড করেছে। এই স্টকের দাম আজ কিছুটা কমে রেড মার্কে ট্রেড করলেও বিগত 5 বছরে বিনিয়োগকারীদের প্রায় 3,500 শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টকটি। অর্থাৎ একজন ব্যক্তি যদি আজ থেকে 5 বছর আগে, 2020 সালের ডিসেম্বরে এই স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে দাঁড়িয়ে তার মোট আমানতের পরিমাণ নিয়ে দাঁড়াত 36 লাখে।
অবশ্যই পড়ুন: বড় ধাক্কা খেল ভারত! চোটের কারণে টি-টোয়েন্টি দল থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
না বললেই নয়, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে এই স্টকটির সর্বোচ্চ দাম ছিল 497.50 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, ঊষা মার্টিন যেভাবে নিজেদের ব্যবসা বাড়াচ্ছে তাতে আগামী দিনগুলিতে মুনাফা অর্জনের পরিমাণ ক্রমশ বাড়বে। এতে সরাসরি প্রভাব পড়বে এই সংস্থার স্টকগুলির উপরেও। বর্তমানে সংস্থাটির স্টকগুলি রেড মার্কে ট্রেড করলেও শেয়ার মার্কেট কিছুটা গতি পেলে এই সংস্থার স্টকের দাম 500 ছাড়িয়ে যেতে পারে বলেও মনে করছেন বহু অভিজ্ঞ বিনিয়োগকারী।