১ লাখ হয়েছে ৫৫ লাখ, মাত্র ৫ বছরে বিনিয়োগকারীদের ৫,৫০০% রিটার্ন দিয়েছে এই স্টক

This Multibagger Stock has given a 5,500 percent return

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “শেয়ার মার্কেটে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ।” বাংলায় এই প্রবাদ বিনিয়োগকারীদের কাছে যথেষ্ট পরিচিত। তবে কথায় আছে, ঝুঁকি না নিতে শিখলে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয়। কিন্তু ঝুঁকি নিয়ে, বুকে কার্যত পাথর রেখে বিভিন্ন স্টকে নিজের কষ্টের অর্থ বিনিয়োগ করে যে লাভবান হওয়া যায় সেটাই একেবারে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস। জানলে অবাক হবেন, টানা 7 ট্রেডিং সেশন ধরে আপার সার্কিট হিট করে রয়েছে এই সংস্থার স্টক (Multibagger Stock)। বৃহস্পতিবার 5 শতাংশ বেড়ে এই স্মল ক্যাপটির টকের দাম দাঁড়িয়েছিল 65.53 টাকায়।

5 বছরে 1 লাখ হয়েছে 55 লাখ

শেয়ারবাজারের তীব্র অনিশ্চয়তার মাঝেও একেবারে ধারাবাহিকভাবে গ্রাহকদের মুখে হাসি ফুটিয়ে চলেছে স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস। গত বুধবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই সংস্থার শেয়ারের ক্লোজিং হয় 62.41 টাকায়। ঠিক একদিন পর বৃহস্পতিবার 65 টাকায় ওপেনিং হয়ে এই স্টকের দাম পৌছে যায় এক ধাক্কায় 65.53 টাকায়। এই মুহূর্তে এই স্টক 65.5 টাকায় ট্রেড করছে। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।

না বললেই নয়, বিগত দিনগুলিতে লক্ষীলাভ হয়েছে এই ভারতীয় সংস্থার। যার জেরে সংস্থাটি শেয়ার একেবারে হুড়মুড়িয়ে বেড়েছে। বলে রাখি, গত এক মাসে এই স্টকের দাম 53 শতাংশেরও বেশি বেড়েছে। তবে যদি হিসেবটা গত 6 মাসে করা যায় সে ক্ষেত্রে, এই স্টক 360 দিনে গ্রাহকদের 264 শতাংশ রিটার্ন দিয়েছে। যা সত্যিই অভাবনীয়। এখানেই শেষ নয়, গত এক সপ্তাহে 21 শতাংশ রিটার্ন দেওয়া এই স্টক এক বছরের মধ্যে 1,131 শতাংশ রিটার্ন পাইয়ে দিয়েছে গ্রাহকদের। আর পাঁচ বছরে এই স্টক 5,500 শতাংশ বা তারও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের। অর্থাৎ একজন ব্যক্তি যদি আজ থেকে 5 বছর আগে এই স্টকে 1 লক্ষ টাকা রাখতেন, তবে আজকের দিনে তিনি পেতেন 55 লাখ বা তারও বেশি।

অবশ্যই পড়ুন: এবার থেকে ভারতের ব্যবসায়িক ভিসা পাবেন বাংলাদেশিরা, পুনরায় শুরু হল প্রক্রিয়া

উল্লেখ্য, ভারতীয় সংস্থা স্পাইস লাউঞ্জ ফুড ওয়ার্কস বিগত দিনগুলিতে ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। সংস্থাটির তরফে দেওয়া সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, মাত্র এক বছরে এই কোম্পানির নেট প্রফিট 300 শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বাজারে সবদিক থেকে লাভবান হয়েছে এই কোম্পানি। ফলে বিপুল লাভের ঘরে থাকার সুবাদে সংস্থার স্টকগুলির দামও লাফিয়ে বেড়েছে। যার জেরে স্বাভাবিকভাবেই প্রত্যাশার থেকেও অনেক বেশি রিটার্ন পেয়েছেন লগ্নীকারীরা।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment