১ লাখ হয়েছে ৬.৩২ লাখ, ৭৬ টাকার এই স্টকে বিনিয়োগ করে অভাব দূর হয়েছে ইনভেস্টরদের!

This Multibagger Stock Gave 532 Percent return to investors

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 শেষ হতে আর দুটো দিন বাকি। এ বছর শেয়ার বাজারে টাকা রেখে মালামাল হয়েছেন বহু বিনিয়োগকারী। বিগতদিনগুলিতে, স্টক মার্কেট বা শেয়ার মার্কেটের চরম অনিশ্চয়তা সত্ত্বেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের মোটা রিটার্ন (Multibagger Stock) দিয়েছে। সেই তালিকায় রয়েছে বেশ কিছু পেনি স্টকও। যেগুলিতে বিনিয়োগ করে একপ্রকার দারিদ্রতা দূর হয়েছে বহু বিনিয়োগকারীর। তবে আজকের প্রতিবেদনে রইল এমন এক স্টক যার দাম ছিল 100 টাকারও কম। এ বছর সেই স্টকই ইনভেস্টরদের 500 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

এই স্টকে টাকা রেখে অভাব দূর হয়েছে অনেকের!

সাম্প্রতিককালে, নানান কারণে ব্যাপক ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। তাতে নিজেদের কষ্টার্জিত অর্থ ডুবেছে বহু বিনিয়োগকারীর। তবে এই শেয়ার বাজার ধসের মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। সেই তালিকায় বলা যেতে পারে প্রথম দিকেই নাম রয়েছে কনডম প্রস্তুতকারক সংস্থা Cupid Limited এর স্টকগুলির। জানলে অবাক হতে হয়, এই সংস্থাটি সাম্প্রতিককালে নিজেদের ব্যবসা বৃদ্ধির পাশাপাশি বিপুল পরিমাণে মুনাফা অর্জন করেছে। যার কারণে লাফিয়ে বেড়েছে এই সংস্থার স্টকের দাম।

অবশ্যই পড়ুন: হাতে সময় মাত্র দু’দিন, ঘরে বসে সহজেই এভাবে করুন প্যান-আধার লিঙ্ক

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর এই সংস্থার স্টক এক ধাক্কায় 532 শতাংশ রিটার্ন প্রদান করেছে বিনিয়োগকারীদের। সহজ ভাষায় বলতে গেলে, একটা সময় এই স্টকের দাম ছিল মাত্র 76 টাকা। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই স্টক 532 শতাংশ বেড়ে 487 টাকায় দাঁড়িয়েছে। শেষবারের মতো আজ অর্থাৎ 29 ডিসেম্বর এই দামেই ক্লোজ হয়েছিল ভারতীয় সংস্থাটির স্টক।

অবশ্যই পড়ুন: “স্বামীজীর বাড়ি প্রমোটিং হয়ে যাচ্ছে জেনে আমিই অধিগ্রহণ করে নিই!” বড় কথা জানালেন মুখ্যমন্ত্রী

বছরের একেবারে শেষ প্রান্তে এসে যদি হিসেব করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে চলতি বছর অর্থাৎ 2025 এ শুরুর দিকে যদি কেউ এই সংস্থার স্টকে মাত্র 1 লাখ টাকা রাখতেন তবে আজকের দিনে তার মোট আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াত 6 লাখ 32 হাজার টাকায়। এক কথায় বলা যেতে, এই স্টকে টাকা রেখে এ বছর লাভের মুখ দেখেছেন বহুবিনিয়োগকারী। অভাব ঘুঁচেছে অনেকের।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment