সৌভিক মুখার্জী, কলকাতা: গাড়ি কেনার চিন্তাভাবনা করছেন? তাহলে আপনার জন্য এই জুন মাসই হতে পারে সেরা সময়। কারণ, মারুতি সুজুকি এবার বিরাট অফার (Maruti Suzuki Offer) নিয়ে হাজির হয়েছে, যেখানে তাদের কিছু মডেলে মিলছে 1.40 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। তো চলুন দেখে নেওয়া যাক, কোন কোন গাড়িতে কত ছাড় মিলছে এবং সমস্ত গাড়ির ফিচার্স সম্পর্কে।
Baleno, Ignis ও Fronx হ্যাচব্যাক মডেলে বিরাট ছাড়
খোঁজ নিয়ে জানা গেল, Baleno গাড়িতে মোট 1,02,000 টাকা পর্যন্ত ছাড় মিলছে। এর মধ্যে থাকছে 30,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট, 25,000 টাকা এক্সচেঞ্জ বোনাস এবং গ্রামীণ গ্রাহকদের জন্য অতিরিক্ত 2100 টাকা ছাড়। পাশাপাশি Ignis গাড়িতে পাওয়া যাচ্ছে 62,100 টাকা পর্যন্ত ছাড়। এমনকি এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টেও 57,100 টাকা পর্যন্ত ছাড় মিলছে। এছাড়া Fronx গাড়িটিতেও 15,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি।
Jimny ও Ciaz গাড়িতে বিরাট অফার
জানা যাচ্ছে, Jimny Alpha ভ্যারিয়েন্টের গাড়িটিতে 1 লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। মূলত যারা অফ রোডে SUV ভালোবাসেন, তাদের জন্য এটি সোনায় সোহাগা অফার। যদিও Jimny-র দাম কিছুটা বেশি, তবে এই অফার গ্রাহকদের অনেকটাই স্বস্তি দেবে। এর পাশাপাশি Ciaz গাড়িটিতে 40,000 টাকা পর্যন্ত ছাড় মিলছে। যারা কম খরচে ভালো পারফরম্যান্সের সেডান খুঁজছেন, তাদের জন্য এটা সেরা বিকল্প।
XL6, Grand Vitara ও Invicto প্রিমিয়াম MPV-তে মিলছে বিশাল ছাড়
জানিয়ে রাখি, XL6-র সমস্ত ভ্যারিয়েন্টে 25,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। সঙ্গে থাকছে এক্সচেঞ্জ বোনাস। পাশাপাশি Grand Vitara গাড়িটিতে 1,30,000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এমনকি সঙ্গে 5 বছরের ওয়ারেন্টিও থাকছে। বলে রাখি, Invicto গাড়িটিতে সবথেকে বেশি ছাড় মিলছে। হ্যাঁ, এই গাড়িটিতে 1,40,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে, যার মধ্যে থাকছে 25,000 টাকা ক্যাশ ডিসকাউন্ট এবং 1.15 লক্ষ টাকা এক্সচেঞ্জ বোনাস।
আরও পড়ুনঃ সাবধান! সিল হয়ে যাবে ব্যাঙ্কের আপনার লকার, বিজ্ঞপ্তি RBI-এর
কতদিন পর্যন্ত থাকবে এই অফার?
যারা গাড়ি কিনবেন বলে ভাবছেন, তাদের জন্য জানিয়ে রাখি, এই গাড়িগুলির অফার 30 জুন, 2025 পর্যন্তই সীমিত। তারপর আর ছাড় পাওয়া যাবে না। তাই অবশ্যই দ্রুত নিকটবর্তী কোনও NEXA ডিলারের সঙ্গে যোগাযোগ করুন। কারণ, একমাত্র এই অফার পাওয়া যাচ্ছে NEXA ডিলারের কাছেই।