২০০০ কোটি বিনিয়োগ, ২৫ হাজার কর্মসংস্থান! নিউটাউনে তৈরি হচ্ছে বিরাট আইটি হাব

Bengal Silicon Valley

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে তথ্য প্রযুক্তি শিল্পে এবার সংযোজন হতে চলেছে কলকাতার নিউটাউন। হ্যাঁ, বেঙ্গল সিলিকন ভ্যালি (Bengal Silicon Valley) আইটি হাবে এবার এলআইটি মাইন্ডট্রির মেগা ক্যাম্পাস প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। রাজ্যের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী বাবুল সুপ্রিয়র দেওয়া রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পে ২০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।

প্রসঙ্গত, আগে এল অ্যান্ড টি ইনফোটেক নামে পরিচিত সংস্থাটির মাইন্ডট্রির সঙ্গে যুক্ত হওয়ার পর এবার নতুন পরিচয় এলআইটি মাইন্ডট্রির হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আর রাজ্য সরকারের তরফ থেকে সংস্থাটির জন্য বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাবে ১৮.১ জমির বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর।

ধাপে ধাপে গড়ে উঠবে ছ’টি অত্যাধুনিক টাওয়ার

প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, এই আইটি ক্যাম্পাসে ধাপে ধাপে মোট ছয়টি অত্যাধুনিক অফিস নির্মাণ করা হবে। আর সম্পূর্ণ ক্যাম্পাস তৈরি হলে প্রায় ৩.৭ লক্ষ বর্গফুট বিল্ডআপ এরিয়া তৈরি হবে বলেই দাবি করা হচ্ছে। তথ্য প্রযুক্তি আধিকারিকরা বলছে, এই বিনিয়োগ রাজ্যের আইটি পরিকল্পনাকে আরও মজবুত করে তুলবে এবং প্রচুর পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি করবে। এমনকি রাজ্যের অর্থনৈতিক খাত আরও ত্বরান্বিত হবে।

প্রথম ধাপে ইতিমধ্যেই দুটি অফিস টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে। আর নির্মাণের অগ্রগতি অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৬ সালের এপ্রিল মাসের মধ্যেই প্রথম পর্যায়ের কাজ শেষ হতে পারে। আর এই দুটি টাওয়ার চালু হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মোট ৭০০০ আইটি পেশাদারদের কর্মসংস্থান হবে বলেই সংস্থার তরফ থেকে অফিসিয়াল ভাবে জানানো হয়েছে। ফলে রাজ্যের বহু বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের মুখ দেখবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় হাড় কাঁপানো শীত, পারদ নামবে ৬-এ! আজকের আবহাওয়া

কাজ পাবে মোট ২৫ হাজার মানুষ

এদিকে দ্বিতীয় ধাপে আরও দুটি টাওয়ার নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আর এই ধাপের কাজ ২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সমস্ত ধাপ সম্পূর্ন হলে এই আইটি ক্যাম্পাসে মোট ২৫ হাজার পেশাদার কাজ করার সুযোগ পাবে। ফলত, বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাব রাজ্যের অন্যতম বৃহৎ প্রযুক্তি ও কর্মসংস্থান কেন্দ্রে পরিণত হবে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুনঃ এর থেকে বেশি লাগেজ নিতে পারবেন না হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারে, জানাল রেল

তথ্য প্রযুক্তি দফতরের মতে, এলআইটি মাইন্ডট্রির এই মেগা প্রকল্প বাস্তবায়ন হলে নিউটাউন সহ গোটা পশ্চিমবঙ্গে আইটি শিল্পে নতুন দিগন্ত খুলবে। পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি থেকে শুরু করে বিনিয়োগের প্রভাব এবং প্রযুক্তির ক্ষেত্রে সম্প্রসারণ সবমিলিয়ে একেবারে এই প্রকল্প রাজ্যের উন্নয়নের পথে বিরাট ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment