২০০২ এর ভোটার তালিকা থেকে উধাও ৯৪৬ জনের নাম! আতঙ্কে পূর্বস্থলীর গ্রাম

Purbasthali

প্রীতি পোদ্দার, কলকাতা: জাতীয় নির্বাচন কমিশনের নিদের্শ অনুযায়ী, গত ৪ নভেম্বর থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দিয়ে আসছেন। যদিও এই প্রক্রিয়ার মাঝে একাধিক বিতর্কের মুখে পড়তে হচ্ছে BLO দের। শাসকদলের হুঁশিয়ারিতে চলতে হচ্ছে সকলকে। এমতাবস্থায় পূর্বস্থলীতে (Purbasthali) ঘটল এক ঘটনা। অনলাইন থেকে উধাও হয়ে গেল ভোটার লিস্ট।

সম্পূর্ণ উধাও হয়ে গেল ভোটার তালিকা

রাজ্যে SIR ঘোষণার পরেই একাধিক অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে এসেছে। অধিকাংশের পরিবারের সদস্যদের অভিযোগ, SIR নিয়ে আতঙ্কের কারণেই মৃত্যু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে হঠকারী কোনও সিদ্ধান্ত না নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। যোগ্য ভোটারদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূল SIR নিয়ে অপপ্রচার করছে। এমতাবস্থায় ঘটল আরেক অবাক করা কাণ্ড। অনলাইন থেকে সম্পূর্ণ উধাও হয়ে গেল পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেখাঁতলা–২ গ্রাম পঞ্চায়েতের ২০০২ সালের ভোটার লিস্ট।

SIR ফর্ম নিয়ে আতঙ্কিত সকলে

স্থানীয় রিপোর্ট অনুযায়ী প্রায় প্রত্যেকেরই রয়েছে ভোটার, আধার, রেশন কার্ড সমেত প্রায় সব নথিই। এমনকি তাঁরা ভোটও দিয়েছেন বিভিন্ন সময়ে। কিন্তু এত কিছুর পরেও অনলাইনে মিলছে না ২০০২ সালের ভোটার লিস্ট। এদিকে নাম না থাকায় আতঙ্কে রয়েছেন পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের কালেখাঁতলা–২ গ্রাম পঞ্চায়েতের বেলগাছি ২৫৯ নম্বর বুথের বাসিন্দারা। এমনকি তাঁরা ‘SIR’–এর ফর্ম পেলেও শেষ পর্যন্ত কী হবে, তা ভেবে দুশ্চিন্তার প্রহর গুনছেন। কিছুদিন আগে ২০০২ সালের তালিকায় পূর্বস্থলী–২ ব্লকের কালেখাঁতলা-১ পঞ্চায়েতের ১৯৭ নম্বর বুথের চাঁপাতলার অর্ধেকেরও বেশি ভোটারের নাম না পাওয়ায় চিন্তিত। জানা গিয়েছে, পূর্বস্থলীর এই বুথে মোট ভোটার সাড়ে ন’শোর মতো। কিন্তু তাঁদের শ চারেকের নাম রয়েছে ২০০২–এর তালিকায়, বাকি বিরাট অংশের নাম নেই। তাতেই বাধে গোলযোগ।

আরও পড়ুন: কাকদ্বীপে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার! অভিযুক্তের সঙ্গে তৃণমূল যোগ, বিস্ফোরক সুকান্ত

নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছেন, ‘আধার, ভোটার, রেশন কার্ড সব রয়েছে। আমি ও আমার স্বামী পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের ভোটার হিসেবে গত লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছি। ২০০২–এর তালিকায় আমার বাবার নাম থাকায় আমি কিছুটা ভরসা পেলেও ওই তালিকায় আমার স্বামীর মা–বাবার নাম না থাকায় আমরা চিন্তায় রয়েছি। সারের ফর্ম পেলেও শেষ পর্যন্ত কী হবে, বুঝতে পারছি না।’ আর এক ভোটার জানান, ‘SIR করার আগে ভালোভাবে সব ব্যবস্থা দেখে নেওয়া উচিত। ’ যদিও কালনার মহকুমাশাসক অহিংসা জৈন আশ্বস্ত করে বলেছেন যে, ‘ভয় পাওয়ার কিছু নেই।’ এদিকে বিডিও ও প্রশাসনকে জানানো হলেও এখনো কোনো সমাধান মিলছে না।

Leave a Comment