২০০২ সালের ভোটার তালিকা থেকে নাম বাদের অভিযোগ কুণালের, মুখ খুলল কমিশন

Election Commission

প্রীতি পোদ্দার, কলকাতা: বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগেই রাজ্যে শুরু হতে চলেছে SIR প্রক্রিয়া। কিছুদিন আগেই SIR নিয়ে জরুরি ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার। স্পষ্ট জানিয়ে দেন তালিকা থেকে কোনও যোগ্য যাতে বাদ না পড়েন, কোনও অযোগ্য যাতে ঠাঁই না পান সেটা সুনির্দিষ্ট করা হবে। কিন্তু এবার সেই নির্দেশকে নিয়েই সরাসরি আঙুল তুলল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। ভোটার তালিকায় নাম মুছে দেওয়ার ভয়ংকর অভিযোগ তোলা হল কমিশনের (Election Commission) বিরুদ্ধে।

তালিকা থেকে চুপিচুপি নাম বাদ দেওয়ার অভিযোগ

উল্লেখ্য, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেই বৈঠকেই মুখোমুখি হন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন কুণাল অভিযোগ করেন যে, রাজ্যে চুপিচুপি বাদ দেওয়া হচ্ছে ভোটারদের নাম। অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় যাঁরা ছিলেন, কমিশনের সাম্প্রতিক আপলোডে তাঁদের অনেকের নাম আর নেই। এখানেই শেষ নয়, কুণালের আরও দাবি, “কোচবিহার বিধানসভার নাটাবাড়ির বুথ নম্বর ২-এর পুরনো তালিকায় ছিল ৭১৭টি নাম। কিন্তু বর্তমানে কমিশনের সাইটে একই বুথের ২০০২ সালের তালিকায় দেখা যাচ্ছে মাত্র ১৪০টি নাম। ৭১৭ থেকে ১৪০ হয়ে গেল কীভাবে? বাকিরা গেল কোথায়?” শুধু একটি জেলাতেই নয় এমন একাধিক জেলার বহু বুথেই এই গরমিল ধরা পড়েছে।

বিজেপিকে তুলোধোনা কুণালের

সাংবাদিক বৈঠকে গতকাল কুণাল ঘোষ আরও বলেন, ” রাজ্যে SIR হওয়ার আগেই নাম বাদ দেওয়া হচ্ছে। বিরাট কেলেঙ্কারি। আসলে বিজেপির পার্টি অফিস থেকে নাম ঠিক করা হচ্ছে, কে বাদ যাবে। আর তাতেই অনেক হিন্দু ভোটারের নাম বাদ গিয়েছে। দেখা গিয়েছে অশোকনগরের ১৫৯ বুথে ৯০০ ভোটারের নাম উড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ২০০২ ভোটার তালিকায় তাদের নাম ছিল।” এদিকে এই অভিযোগ প্রকাশ্যে আসতেই কমিশনের বিরুদ্ধে এক নেতিবাচক মনোভাব ফুটে উঠেছে। আর তাই এবার সেই অভিযোগ খণ্ডাতে মুখ খুলল নির্বাচন কমিশন।

সাফাই দিল কমিশন

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের অভিযোগের ভিত্তিতে কমিশন জানিয়েছে সম্প্রতি ওয়েবসাইটের সার্ভারে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। SIR ঘোষণা হওয়ার পর সার্ভারে এত ভিড় বেড়ে গিয়েছিল যে সঙ্গে সঙ্গে তা ডাউন হয়ে গিয়েছে। আর সেই সমস্যার কারণে তাই লিস্ট দেখার ক্ষেত্রে অনেকের একাধিক অসুবিধা হচ্ছে। তবে তাদের ধারণা SIR শুরু হলে সেই সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে। কারণ বর্তমানে ওয়েবসাইট আপডেট করার কাজ চলছে। এছাড়াও কুণাল ঘোষের অভিযোগ সংশ্লিষ্ট জেলার জেলাশাসককে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে।

আরও পড়ুন: শিলিগুড়িতে গরুকে ধর্ষণ! অভিযুক্তকে রামধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

কী বলছেন সুকান্ত মজুমদার?

এদিকে বাংলায় SIR নিয়ে ভোট কারচুপি করার অভিযোগে তৃণমূল ক্রমাগত বিজেপির বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে চলেছে। এবার সেই নিয়ে মুখ খুললেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন, “যে কোনও কাজ শুরু করতে গেলে ক্রটিগত সমস্যা আসতে পারে। ওয়েবসাইটেও হঠাৎ এত চাপ শুরু হওয়ায় এই সমস্যা। তাই সমস্ত অসুবিধা নির্বাচন কমিশনকে জানাতে হবে। অভিযোগ থাকলে তৃণমূল কংগ্রেসকে তা আগে সেটা কমিশনকে জানাতে হবে। নির্বাচন কমিশনই তার উত্তর দেবে।”

Leave a Comment