বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুক্রবার, বাংলা টলি দুনিয়ায় উঠেছিল দলবদলের হাওয়া। বছর ছয়েক আগে যিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে.. ঘুরেফিরে ঘাসফুল শিবিরেই নাম লেখাতে হলো তাঁকে। দলবদল করেছেন জৈনিক অভিনেত্রী পার্ণো মিত্র। গতকাল, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে চড়েছে নয়া পারদ। আর সেই আবহে চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে জায়গা করে নেওয়া অভিনেত্রীর সম্পত্তি (Parno Mittra Net Worth) এবং শিক্ষাগত যোগ্যতা।
পার্ণো মিত্রর শিক্ষাগত যোগ্যতা
2021 এর নির্বাচনে বরানগর থেকে বিজেপির ঘাসফুল চিহ্নে প্রার্থী হয়েছিলেন বঙ্গ অভিনেত্রী পার্ণো। সে বছর বিজেপির টিকিটে তৎকালীন তৃণমূল নেতা তাপস রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন তিনি। তবে তার আগে 2021 এর হলফনামায় নির্বাচন কমিশনকে অভিনেত্রী জানিয়েছিলেন তাঁর সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। ওই তথ্য অনুযায়ী, 2004 সালে দশম শ্রেণীর পরীক্ষায় ভালভাবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। এক কথায় বলা যেতে পারে, টলিউড দুনিয়ার অন্যতম পরিচিত মুখ পার্ণোর শিক্ষাগত যোগ্যতা তিনি শুধুই মাধ্যমিক পাস।
পার্ণো মিত্রর সম্পত্তি কত?
2021 সালের নির্বাচনের আগে হলফনামা জমা দেওয়ার সময় অভিনেত্রী একেবারে স্পষ্ট জানিয়েছিলেন তাঁর হাতে ওই সময় নগদ ছিল 14 হাজার 375 টাকা। এছাড়া, বিভিন্ন ব্যাঙ্কে জমানো অর্থ মিলিয়ে তাঁর কাছে মোট 7 লাখ 98 হাজার 633 টাকা 72 পয়সা ছিল। এছাড়াও ওই সময় একাধিক ইন্সুরেন্স পলিসিতে 2 লাখেরও বেশি জমা রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, নির্বাচন কমিশনকে জমা দেওয়া ওই হলফনামায় অভিনেত্রী এও বলেছিলেন, 2018 সালের অক্টোবরে 3 লাখ 65 হাজার 210 টাকা মূল্যের একটি পুরনো গাড়ি কিনেছিলেন তিনি। একই সাথে অভিনেত্রীর কাছে ওই সময় ছিল 70 হাজার টাকার সোনার গহনা।
অবশ্যই পড়ুন: মুছে যাবে কিছু ব্যাঙ্ক, ২০২৬-এ হতে পারে বড়সড় মার্জিং! RBI-র সাথে কথা বলছে সরকার
পার্ণো মিত্রর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, 2016 সালের মার্চ মাসে বালিগঞ্জে নিজের নামে একটি 50 লাখের ফ্ল্যাট কেনেন অভিনেত্রী। 2021 সালের নির্বাচনের আগে ওই ফ্ল্যাটের বাজার মূল্য ছিল 55 লাখ টাকার কাছাকাছি। অভিনেত্রী এও জানিয়েছিলেন, উত্তরাধিকার সূত্রে তিনি কোনও স্থাবর সম্পত্তি বা জমি পাননি। এছাড়াও তাঁর নামে কোনও রকম লোন চলেনা বলেও জানিয়ে দিয়েছিলেন বঙ্গ তনয়া। তবে মাইনেতা ডট ইনফোর রিপোর্ট অনুযায়ী, সব মিলিয়ে এই মুহূর্তে 69 লাখ 42 হাজার 843 টাকার মালিক পার্ণো।
অবশ্যই পড়ুন: ISL অনিশ্চয়তায় গাড্ডায় ভারতীয় ফুটবল, গোয়া ছাড়লেন বোরহা
2019-20 আর্থিক বছরে অভিনেত্রীর আয় তিন গুণ বেড়েছিল
2021 সালের নির্বাচনী হলফনামায় 2015 সালে আয়ের কোনও তথ্য দেখাননি অভিনেত্রী। তবে 2016-17 আর্থিক বছরে পার্ণোর আয় ছিল 3 লাখ 39 হাজার 982 টাকা। ঠিক পরের বছর অর্থাৎ 2017-18 আর্থিক বছরে সেই আয় বেড়ে হয় দুগুণ। এক কথায় এই বছর তাঁর আয় গিয়ে দাঁড়ায় 8 লাখ 14 হাজার 16 টাকায়। তবে অবাক করা বিষয়, 2018-19 আর্থিক বছরে সেই আয় কিছুটা কমে 5 লাখ 19 হাজার 873 টাকায় পৌঁছয়। তবে তার ঠিক পরের বছর 2019-20 বর্ষে পার্ণোর বার্ষিক আয় এক ধাক্কায় তিনগুণ বেড়ে 17 লাখ 32 হাজার ছাপিয়ে যায়। সবমিলিয়ে, বিগত দিনগুলিতে বাঙালি অভিনেত্রীর রোজগার বেড়েছে বই কমেনি।