২০১২ সালে পাকিস্তানকে এশিয়া কাপ জিতিয়েছিলেন, আজ উধাও সেই দাপুটে বোলার!

Aizaz Cheema hero of Pakistan Asia Cup 2012 winning

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সালটা 2012। সে বছর বহু তপস্যার পর এশিয়া কাপ জিতেছিল আজ আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটানো পাকিস্তান। এশিয়ার ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে সেবার ট্রফি কাঁধে তোলে গ্রিন আর্মি। তবে পাকিস্তানের সেই সাফল্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় যিনি ছিলেন, সেই ডান হাতি ফার্স্ট বোলার আইজাজ চিমা (Aizaz Cheema) আজ কোথায়? পাক দলের হয়ে বহুবার ঘাম ঝড়ালেও আজ তাঁর দেখা পাওয়া দুষ্কর!

2012 এশিয়া কাপ জয়ে চিমার অবদান

2012 সালের এশিয়া কাপে পাকিস্তান দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে একেবারে ঝাঁপিয়ে পড়েছিলেন পশ্চিমের দেশের ছেলেরা। আর সেই ম্যাচে নিজের ডান হাতের জাদু দেখিয়ে বাংলাদেশের একের পর এক উইকেট তুলে নেন চিমা। বলাবাহুল্য, এশিয়া কাপের ফাইনালের মঞ্চে সে বছর একার হাতেই ওপার বাংলার 3টি উইকেট ভেঙেছিলেন তিনি। যার দরুণ ফাইনালে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারির তকমা পেয়েছিলেন আইজাজ।

2012 তেই কেরিয়ার শেষ হয় চিমার?

রিপোর্ট অনুযায়ী, 2012 সালের 22 মার্চ এশিয়া কাপ ফাইনালের পর, 28 আগস্ট শারজায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবারের মতো খেলতে দেখা গিয়েছিল পাকিস্তান দলের একসময়ের দাপুটে বোলার আইজাজ চিমাকে।। এরপর আর পাক দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার টিকিটটুকু খুঁজে পাননি কেউই। তাঁর কেরিয়ার নিয়ে কথা বলতে গেলে, পাকিস্তানের হয়ে মাত্র 26টি আন্তর্জাতিক ম্যাচে মোট 51টি উইকেট নিয়েছেন আইজাজ। বলে রাখা ভাল, মাত্র 14টি ওয়ানডে খেলে সর্বোচ্চ 23টি উইকেট নিয়েছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: সিগারেট, তামাকের উপর আরও বাড়বে ট্যাক্স? খবর আসতেই ITC-র শেয়ারে পতন

প্রসঙ্গত, তরুণ প্রজন্মের উত্থানের কারণে 2012 সালের পর আর জাতীয় দলে ডাক পাননি চিমা। ফলত, মনে একটা তীব্র হতাশা কাজ করতো এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের। তবে এক বছরেরও কম সময় ক্রিকেট খেলেও কোনও আফসোস নেই তাঁর। তবে একটা স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ করতে পারেননি তিনি। তা নিয়েই কিছুটা মন খারাপ রয়েছে আইজাজের।

বেশ কিছু বছর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের একসময়ের দাপুটে বোলার জানিয়েছিলেন, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে বিরাট কোহলিদের পাশাপাশি প্রাক্তন লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকেও বল করেছি আমি। তবে আমি সব সময় চেয়েছিলাম ব্রায়ান লারার বিপক্ষে একটা ওভার হলেও বল করতে। তবে সেই আশা পূরণ হয়নি। শুধু সেটাই আজ আমার আফসোস। এখন কী করেন চিমা? খোঁজ নিয়ে জানা গেল, বল হাতে মাঠে নামা না হলেও ক্রিকেটের সাথে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে কোচিং করান এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। জানা যায়, শেষবারের 2022 সালে পাকিস্তান জুনিয়র লিগের দল গুজরানওয়ালা জায়ান্টসের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হন তিনি।

Leave a Comment