২০২৫-এ সবচেয়ে বেশি আয় করেছেন এই ৭ ক্রিকেটার, তালিকার শীর্ষে বিরাট কোহলি

Highest Paid Cricketers 2025 top 7 on the list Virat on top

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 এ চ্যাম্পিয়নস ট্রফি থেকে শুরু করে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ প্রায় সর্বত্রই ভারতের জয়জয়কার। এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও দীর্ঘ 18 বছরের অপেক্ষা কাটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সবমিলিয়ে, একের পর এক সাফল্যের সাথে সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভারতীয় ক্রিকেটারদের আয়ও। তবে, বছরের একেবারে শেষ প্রান্তে এসে পেছনে ফিরলে দেখা যাবে, 2025 এ সবচেয়ে বেশি আয় করেছেন 7 জন ক্রিকেটার (Highest Paid Cricketers 2025)। সেই তালিকায় একেবারে শীর্ষে রয়েছে বিরাট কোহলির নাম।

2025 এ সবচেয়ে বেশি আয়াকারী 7 ক্রিকেটার

বিরাট কোহলি

এবছর ভারতীয় দলের জার্সি গায়ে কোহলি যেমন সাফল্য পেয়েছেন তেমনই সাফল্য এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া ক্রিকেটেও। সবমিলিয়ে একাধিক মিডিয়া রিপোর্ট দাবি করছে, এবছর বিরাট কোহলি সর্বসাকুল্য 250 থেকে 300 কোটি টাকা রোজগার করেছেন। এই আয়ের প্রধান উৎস হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে RCB র চুক্তি অনুযায়ী পাওয়া 21 কোটি টাকা, ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তির 7 কোটি, বিভিন্ন ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট সহ অন্যান্য আয়।

অবশ্যই পড়ুন: কেউ কেনেনি মেয়েদের IPL-এ, ১৫ বলে অর্ধশতরান করলেন সেই ক্রিকেটার

দ্বিতীয় প্লেয়ার

চলতি বছর বিরাট কোহলির পর সবচেয়ে বেশি আয়কারী ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বন্ধু রোহিত শর্মা। হিটম্যান এবছর 150 কোটি টাকা থেকে 180 কোটি টাকা পর্যন্ত রোজগার করেছেন। রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দলীয় চুক্তি এবং BCCI এর কেন্দ্রীয় চুক্তি থেকে 23.30 কোটি টাকা এ ছাড়াও অন্যান্য ব্রান্ডের হয়ে বিজ্ঞাপন করে প্রায় 180 কোটি টাকা কামিয়েছেন রোহিত।

তৃতীয় প্লেয়ার

বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর এ বছর ক্রিকেট থেকে সবচেয়ে বেশি আয় করেছেন ভারতীয় দলের তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। এই ভারতীয় তারকা এ বছর ক্রিকেট থেকে বিভিন্ন চুক্তি সহ অন্যান্য বিজ্ঞাপন মিলিয়ে 100 থেকে 120 কোটি টাকা আয় করেছেন।

চতুর্থ প্লেয়ার

অন্যান্য প্লেয়ারদের পাশাপাশি এ বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিসহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ও অন্যান্য বিজ্ঞাপনী প্রচার থেকে 90-100 কোটি টাকা আয় করে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ।

পঞ্চম প্লেয়ার

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম যোগ্য প্লেয়ার তথা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এ বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং অন্যান্য উৎস থেকে সর্বসাকুল্যে মোট 80 থেকে 100 কোটি টাকা রোজগার করেছেন।

ষষ্ঠ প্লেয়ার

আপাতত চোটের কারণে ভারতীয় দলের বাইরে থাকা তারকা ক্রিকেটার শ্রেয়স আইয়ার এবছর ম্যাচ ফি থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট বোর্ডের চুক্তি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে রোজগার মিলিয়ে সর্বসাকুল্যে 80 থেকে 100 কোটি টাকার কাছাকাছি রোজগার করেছেন সেই সূত্রেই তিনি এই মুহূর্তে তালিকার ষষ্ঠ স্থানে।

অবশ্যই পড়ুন: কলকাতা সহ ৪৮ শহরে ট্রেনের ক্যাপাসিটি দ্বিগুণ করতে চলেছে রেল

সপ্তম প্লেয়ার

এ বছর সবচেয়ে বেশি অর্থ আয়াকারী ক্রিকেটের তালিকায় 6 জন ভারতীয়কে পেরিয়ে 7 নম্বরে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড আসলে তাদের খেলোয়াড়দের মোটা অঙ্কের বেতন দিয়ে থাকে। সেই বেতন সহ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আয় ও অন্যান্য আয় মিলিয়ে এবছর কামিন্স 60-75 কোটি টাকা রোজগার করেছেন।

Leave a Comment