২০২৫-এ সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে এই মুসলিম দেশ, তালিকায় রয়েছে রাশিয়াও

Indian Nationals Deported this Muslim country expelled most Indians in 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে অবৈধ অভিবাসন নিয়ে কড়াকড়ি হয়েছে প্রায় সব দেশেই। সেই তালিকায় একেবারে শুরুর দিকেই নাম আছে আমেরিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী নীতি নিয়ে অনেকেরই বক্তব্য, এ বছর বেছে বেছে ভারতীয়দের নিজ দেশ থেকে তাড়িয়েছে আমেরিকা। সবচেয়ে বেশি ভারতীয় তাড়ানো (Indian Nationals Deported) দেশ হিসেবেও উঠে এসেছে আমেরিকার নাম। তবে সম্প্রতি বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশ্যে আসা একটি রিপোর্ট সেই ধারণা একেবারে বদলে দিয়েছে। ওই রিপোর্ট বলছে, 2025 সালে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিকদের ডিপোর্ট বা দেশ ছাড়া করা দেশের তালিকায় একেবারে শীর্ষে রয়েছে ভারতেরই এক বন্ধু দেশ।

এই বন্ধু দেশই সবচেয়ে বেশি ভারতীয় তাড়িয়েছে এ বছর

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে প্রকাশিত, বিদেশ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর সবচেয়ে বেশি ভারতীয় তাড়ানো দেশ গুলির তালিকায় একেবারে শীর্ষে নাম রয়েছে বন্ধু দেশ সৌদি আরবের। ইসলামের এই দেশ 2025 সালে এখনও পর্যন্ত 11 হাজার ভারতীয়কে দেশছাড়া করেছে। যা এই মুহূর্তে বিশ্ব যে কোনও দেশের থেকে অনেকটাই বেশি। রিপোর্ট বলছে, সৌদি আরব থেকে তাড়া খেয়ে ভারতে ফিরে আসা নাগরিকদের মধ্যে বেশিরভাগই শ্রমিক এবং বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী।

অবশ্যই পড়ুন: ২০২৬ সালে চাকরি হারালে কতদিন পর PF-র টাকা তুলতে পারবেন? জানুন EPFO-র নিয়ম

জানা গিয়েছে, অবৈধভাবে বসবাস, ভিসার নিয়ম লঙ্ঘন, বেশ কিছু কুরুচিকর কাজ সহ স্থানীয় আইন অমান্য করার অভিযোগে ভারতীয় শ্রমিক ও বেসরকারি সংস্থার কর্মীরদের দেশ থেকে বাইরের পথ দেখানো হয়েছে। সরকারি রিপোর্ট বলছে, উপসরীয় দেশগুলি থেকে যে 11 হাজার ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে এসেছেন 1469 জন। এছাড়াও বাহরিন থেকে 764 জনকে দেশ ছাড়া করা হয়েছে।

এ বছর হাজার হাজার ভারতীয়কে তাড়িয়েছে আমেরিকাও

বলতেই হয়, চলতি বছর অর্থাৎ 2025 সালে অবৈধ বসবাস, অভিবাসন নীতি লঙ্ঘন সহ একাধিক বেআইনি কাজ কর্মের কারণে ডোনাল্ড ট্রাম্পের দেশ অর্থাৎ আমেরিকা আজ পর্যন্ত 3800 জন ভারতীয়কে দেশ ছাড়া করেছে। যেই সংখ্যাটা গত 5 পাঁচ বছরের তুলনায় সবচেয়ে বেশি। কূটনৈতিক মহলের অনেকেরই দাবি, ট্রাম্পের অভিবাসী নীতি মেনে না চললে আগামী দিনে ভারতীয় তাড়ানোর সংখ্যা ক্রমাগত বাড়বে।

অবশ্যই পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪৩৪ কোটি টাকার বিরাট প্রতারণা, অ্যাকাউন্ট আছে নাকি আপনার?

প্রসঙ্গত, এবছর ভারতীয় তাড়ানোর দৌড়ে পিছিয়ে নেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিও। চলতি বছর মায়ানমার থেকে তাড়ানো হয়েছে 1591 জন ভারতীয়কে। এছাড়াও মালয়েশিয়া থেকেও 1591, কম্বোডিয়া থেকে 305 ও থাইল্যান্ড থেকে 481 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রকের রিপোর্টে ভারতীয় তাড়ানো দেশের তালিকায় নাম উঠেছে রাশিয়ারও। ভ্লাদিমির পুতির দেশ অবশ্য তুলনামূলকভাবে অনেক কম ভারতীয়দের দেশ ছাড়া করেছে। রিপোর্ট অনুযায়ী, এ বছর রাশিয়া থেকে দেশে ফিরে আসতে হয়েছে 82 জনকে। সব মিলিয়ে 81টি দেশ থেকে এ বছর মোট 24,600 জন ভারতীয়কে তাড়ানো হয়েছে।

Leave a Comment