২০২৫ এ সবচেয়ে ব্যর্থ এই ৪ ভারতীয় ক্রিকেটার, তালিকার একজন অবসরও নিয়েছেন!

4 players on Team India Flop Cricketers list

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 সাল একেবারে শেষ প্রান্তে। বছর শেষ হতে আর 12 দিনও নেই। তবে চলতি বছরের একেবারে শেষ পর্বে দাঁড়িয়ে পেছনে ফিরে তাকালে লক্ষ্য করা যাবে একাধিক ব্যর্থতা। জাতীয় দল হোক কিং IPL, ব্যাট হাতে এবছর ভক্তদের হতাশ করেছেন টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন খেলোয়াড়। সবচেয়ে বড় কথা, ব্যর্থ হওয়া ক্রিকেটারদের তালিকায় (Team India Flop Cricketers) এমন এক মহাতারকার নাম রয়েছে যিনি দলের হয়ে ক্রমাগত নিজের ব্যর্থতার পরিধি বাড়াতে বাড়াতে একটা পর্যায়ে এসে টেস্ট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চলুন দেখে নেওয়া যাক এ বছর ক্রিকেটে সবচেয়ে ব্যর্থ হওয়া ভারতীয় প্লেয়ারদের তালিকা।

2025 এ ব্যর্থ ভারতীয় ক্রিকেটারদের তালিকা

প্রথম প্লেয়ার

এবছরই রোহিত শর্মাকে সরিয়ে ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল শুভমন গিলকে। এর আগে টেস্ট দলেরও অধিনায়ক হয়েছিলেন তিনিই। তবে উল্লেখযোগ্য বিষয়, ব্যাট হাতে লাল বলের ক্রিকেটে জাদু দেখালেও ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ভারতের হয়ে বারবার ব্যর্থ হয়েছেন গিল। ভারতীয় ক্রিকেট বোর্ড যেখানে অনেক ভরসা করে শুভমনকে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিল, সেখানে প্রতিদান হিসেবে শুধুই ব্যর্থতা ফিরিয়ে দিয়েছেন এই ভারতীয়। এবছর টি টোয়েন্টির সহ অধিনায়ক হওয়ার পরও এই সীমিত ওভারের সংস্করণে সবচেয়ে বেশি ব্যর্থ হয়েছিলেন অভিষেক শর্মার সতীর্থ। যার কারণে শেষ পর্যন্ত 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ পড়তে হলো তাঁকে।

দ্বিতীয় প্লেয়ার

এবছর অধিনায়ক হিসেবে এশিয়া কাপ থেকে শুরু করে সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও ভারতীয় দলকে সাফল্য পাইয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। এর আগেও বেশ কয়েকটি সিরিজে তাঁর হাত ধরেই সফলতা পেয়েছিল টিম ইন্ডিয়া। তবে গোটা বছরে অধিনায়ক হিসেবে কামাল দেখালেও ব্যাট হাতে একেবারে মুখ থুবড়ে পড়েছেন স্কাই। গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে 5 রানে আউট হয়ে বিদায় নেওয়া সূর্য গোটা বছরে 21টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে করেছেন মাত্র 218 রান। সেঞ্চুরি তো দূর বরং গোটা একটা বছরে একখান হাফ সেঞ্চুরিও সূর্যর হাত থেকে পায়নি ভারত। ব্যাট হাতে ভারতীয় তারকার এমন চূড়ান্ত ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে বোর্ডের।

তৃতীয় প্লেয়ার

এ বছরের একটা বড় সময় চোট নিয়ে কাটিয়েছেন টিম ইন্ডিয়ার তারকা উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। বছরের একেবারে শুরুর দিকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 27 কোটি দিয়ে তাঁকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। IPL 2025 এর সবচেয়ে দামি খেলোয়াড় হওয়া সত্বেও LSG দলের হয়ে নিজের নাম এবং দামের প্রতি সুবিচার করতে পারেননি পন্থ। তাছাড়াও জাতীয় দলের হয়েও বেশ কয়েকবার ব্যর্থতার জালেই ধরা পড়েছিলেন তিনি।

অবশ্যই পড়ুন: আরও নামবে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈতপ্রবাহের সতর্কতা, আজকের আবহাওয়া

চতুর্থ প্লেয়ার

এবছরের শুরুটা চ্যাম্পিয়নস ট্রফি জয় দিয়ে করলেও লাল বরের ক্রিকেটে একেবারে চূড়ান্ত ব্যর্থতা দেখতে হয়েছিল ভারতীয় মহাতারকা বিরাট কোহলিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে গিয়ে একেবারে নাকানি চোবানি খেতে হয়েছিল কোহলিদের। যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, কয়েকটা ম্যাচ দেখে একজন বড় মাপের খেলোয়াড়ের দক্ষতা বিচার করা যায় না। তবে সেসব সত্ত্বেও নিজের ব্যর্থতা নিয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক টেস্ট থেকে অবসর নিয়ে নেন কোহলি। তিনিও এ বছরের ব্যর্থ ভারতীয়দের তালিকায় রয়েছেন।

Leave a Comment