২০২৬ এর শুরুতেই ৩০% পর্যন্ত বাড়তে চলেছে ল্যাপটপ, স্মার্টফোনের দাম!

Laptop Smartphone Price Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই দুঃসংবাদ। 2026 সালের শুরুতে প্রযুক্তিপ্রেমীদের জন্য আসলো বড়সড় ধাক্কা। কারণ, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট থেকে শুরু করে প্রায় সমস্ত ইলেকট্রনিক্স গেজেটের দাম এবার উল্লেখযোগ্য হারে বাড়তে চলেছে (Laptop Smartphone Price Hike)। হ্যাঁ, মুদ্রাস্ফীতির পাশাপাশি এই দাম বৃদ্ধির আসল কারণ হচ্ছে RAM এর সংকট, যা ইতিমধ্যেই গোটা টেক ইন্ডাস্ট্রিকে চাপে ফেলেছে।

বিশ্ববাজারে RAM এর ঘাটতি

আসলে 2026 সালে গেজেটের দাম বাড়ার পেছনে মূল কারণ হল RAM বা র‍্যানডম এক্সেস মেমোরির অভাব। এই সংকট এতটাই গুরুতর যে বড় বড় টেক কোম্পানিগুলির সামনে এখন দুটি রাস্তা খোলা। প্রথমত, হয় পণ্যের ক্ষমতা কমানো আর দ্বিতীয়ত দাম অনেকটা বাড়িয়ে দেওয়া। সেই সূত্রে বেশিরভাগ টেক মহল দ্বিতীয় পথটিকে বেছে নিচ্ছে। ইতিমধ্যেই Asus ও Dell ঘোষণা করে দিয়েছে, 2026 সালে তাদের নতুন ল্যাপটপ সিরিজে 10% থেকে 30% পর্যন্ত দাম বাড়ানো হতে পারে।

আরও পড়ুনঃ জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট

সহজ ভাষায় বলতে গেলে, RAM যে কোনও কম্পিউটার বা ফোনের কাজের টেবিল। কারণ, আপনি যখন ব্রাউজারে ওয়েবসাইট খোলেন বা গেম চালু করেন কিংবা কোনও অ্যাপ ব্যবহার করেন, তখন সেই ডেটা সাময়িকভাবে RAM এর মধ্যেই এক্সেস থাকে। RAM যত বেশি হবে তত দ্রুত ও স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। সেই কারণেই স্মার্টফোন, ল্যাপটপ, গেমিং পিসি বা সার্ভার সবকিছুর জন্যই RAM জরুরী। তবে এর দাম বৃদ্ধি পাওয়াতেই এবার সংস্থাগুলি জিনিসের দাম বাড়াতে চলেছে।

সমস্যার মূল কারণ AI

আসলে গত কয়েক বছর ধরে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির বিস্ফোরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। কারণ, ChatGPT, Google Gemini এর মত এআই সিস্টেমগুলির জন্য এক বিশেষ ধরনের মেমোরি দরকার হয়। যাকে বলা হচ্ছে হাই ব্যান্ডউইথ মেমরি বা HBM। এটি মূলত অত্যন্ত দ্রুত আর ব্যয়বহুল একটি মেমোরি, যা এআই এবং ডেটা সেন্টারের জন্য ব্যবহৃত হয়। এই কোম্পানিগুলি এত বিপুল পরিমাণে HBM কিনছে যে সাধারণ ফোন বা ল্যাপটপ নির্মাতা সংস্থাগুলির জন্য বাজারে RAM এর অভাব দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ অনলাইনে কাটতে পারবেন না অগ্রিম টিকিট! বদলে গেল রেলের নিয়ম

রিপোর্ট বলছে, বিশ্বজুড়ে RAM তৈরি করে মূলত মাত্র তিনটি সংস্থা। আর তারা হল Samsung, SK Hynix এবং Micron। এই সংস্থাগুলির উৎপাদন ক্ষমতাও সীমিত। যার ফলে তারা এখন বেশি লাভের জন্য HBM এর দিকে ঝুঁকছে। তাই সাধারণ DDR ও GDDR RAM উৎপাদন কমছে। এমনকি ফোন বা ল্যাপটপে ব্যবহৃত RAM এর দাম এক বছরে তিন থেকে পাঁচগুণ পর্যন্ত বেড়েছে। আর ইতিমধ্যেই Dell রিটেইল বিক্রেতাদের জানিয়েছে, 2026 সালে ল্যাপটপের দাম বাড়বে। সংস্থার সিইও জানিয়েছেন, চাহিদা সরবরাহের অনেকটাই এগিয়ে গিয়েছে। অন্যদিকে Asus এর তরফ থেকে জানানো হয়েছে, DRAM ও SSD এর মতো গুরুত্বপূর্ণ কম্পোনেন্টের দামে লাগাতার চাপ সৃষ্টি করছে। এখন শুধু দেখার, আগামী দিন কতটা প্রভাব পড়ে।

Leave a Comment