সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুম মানেই ভারতের বাজারে সোনার দোকানে ভিড়। তবে আগামী কয়েক বছরের মধ্যেই নাকি সোনা সাধারণ মানুষের নাগালের বাইরে (Gold Price Hike) চলে যাবে! এমনই এক ইঙ্গিত দিল আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা। বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তা, মার্কিন বাজারের শাটডাউন আর ফেডরেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভবনাতে সোনার দাম নাকি লাগাম ছাড়া বাড়বে।
আসলে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে সোনা এবং রুপোর দাম হঠাৎ করে ঝাঁপিয়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ রেটে পৌঁছেছিল। আর ঠিক সেই সময় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল জেপি মর্গান প্রাইভেট ব্যাঙ্ক। তারা স্পষ্ট জানিয়ে দিল, ২০২৬ সালে সোনার শেষ নাগাদ সোনার দাম ২০% বেড়ে প্রতি আউন্সে ৫২০০ থেকে ৫৩০০ ডলার ছুঁতে পারে। ফলত, ভারতীয় মুদ্রায় হিসাব করলে তা প্রায় ৪.৫ লক্ষ টাকায় পৌঁছবে।
কেন হঠাৎ করে বাড়ছে সোনার দাম?
বেশ কিছু বিশেষজ্ঞ এর পেছনে বড় ধরনের কয়েকটি কারণ উল্লেখ করেছে। আর সেগুলি হল—
- প্রথমত, মার্কিন সরকারের শাটডাউন পরিস্থিতিতে সরকারি তথ্য আটকে থাকার কারণে বাজারে অনিশ্চয়তা বেড়েছে। তাই বিনিয়োগকারীরা নিরাপদে সোনার দিকেই ঝুঁকছে। কারণ, সোনাই সবার প্রথম পছন্দ।
- দ্বিতীয়ত, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ, ডিসেম্বরে সুদের হার ৬৪% কমতে পারে এবং জানুয়ারিতে তা ৭৭%-এ ঠেকতে পারে। আর সুদের হার কমলে সোনার দাম বাড়ে।
- তৃতীয়ত, চিনের পিপলস ব্যাঙ্ক টানা ১২ মাস ধরে সোনার রিজার্ভ বাড়িয়ে চলেছে। আর বিশ্বের অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোও পিছিয়ে নেই। শুধুমাত্র চলতি বছরের তৃতীয় প্রান্তেই ২২০ টন সোনা কিনেছে চিনের পিপলস ব্যাঙ্ক যা আগের তুলনায় ২৮% বেশি। আর সে কারণেই সোনার দাম আরও ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে।
এ বিষয়ে কোটাক সিকিউরিটিজ অ্যাসিস্ট্যান্টের ভাইস প্রেসিডেন্ট কায়নাত চেনওয়ালা বলেছেন, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির ধারাবাহিক সোনা কেনা এবং বিনিয়োগকারীদের আগ্রহ সোনার দামকে যথেষ্ট চাঙ্গা করছে। অন্যদিকে অগমন্টের গবেষণা প্রধান রেনিশা চাইনানি জানিয়েছেন, সোনা ইতিমধ্যেই ৪১৫০ ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলেছে। এখন থেকে বাজারে আরও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রই পৃথিবী থেকে হারিয়ে যাবে সোনার ভাণ্ডার! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট
ওদিকে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হচ্ছে, জেপি মর্গান প্রাইভেট ব্যাঙ্কের মতে উদীয়মান দেশগুলির কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি আগামী বছরে আরও বেশি মাত্রায় সোনা কিনতে পারে। যার ফলে সোনার দাম আরও শক্তিশালী হবে। এমনকি ব্যাঙ্কের ম্যাক্রো কৌশল বিভাগের প্রধান আলেক্স উলফ জানিয়েছেন, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম ৫২০০ থেকে ৫৩০০ ডলারের ঠেকতে পারে, যা বর্তমান দামের তুলনায় ২০% বেশি।