সহেলি মিত্র, কলকাতা: ব্যাঙ্কের গ্রাহকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আসলে সরকার একটি বৃহৎ এবং উচ্চাকাঙ্ক্ষী পাবলিক সেক্টর ব্যাংক (PSB) এক করার (Bank Merger) জন্য যা যা জরুরি তার নীলনকশা নিয়ে কাজ করছে। এর আওতায়, ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে বিদ্যমান ১২টি পাবলিক সেক্টর ব্যাংকের সংখ্যা মাত্র চারটিতে নেমে আসবে। সূত্রের খবর, এই চারটি ব্যাংকের মধ্যে থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI), পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বরোদা (BoB) এবং কানাড়া-ইউনিয়ন ব্যাংকের একটি সম্মিলিত কাঠামো।
ব্যাংকের সংখ্যা কমাতে চলেছে সরকার?
এই পরিকল্পনাটি বর্তমানে অর্থ মন্ত্রকে আলোচনার মধ্যে রয়েছে। এর লক্ষ্য হল পাবলিক সেক্টর ব্যাংকগুলির ব্যালেন্স শিট শক্তিশালী করা, পরিচালনা দক্ষতা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী প্রতিযোগিতামূলক মেগা-ব্যাংক তৈরি করা। বিভিন্ন সূত্র জানিয়েছে যে এই পরিকল্পনার লক্ষ্য হল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংখ্যা ১২ থেকে কমিয়ে চারটি করা। এর মধ্যে প্রথমে ছোট ও মাঝারি আকারের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিকে বৃহত্তর ব্যাংকগুলির সাথে একীভূত করা হবে এবং তারপরে চূড়ান্ত চারটি বৃহৎ ব্যাংক কাঠামো তৈরি করা হবে। এই একীভূত করার ফলে ব্যাংকিং ব্যবস্থায় রূপান্তর ঘটবে, শাখা কাঠামো পরিবর্তন হবে এবং লক্ষ লক্ষ গ্রাহকের দৈনন্দিন ব্যাংকিংয়ে প্রভাব পড়বে। এর সরাসরি প্রভাব পড়বে শেয়ার বাজারেও।
মিশে যেতে পারে কানাড়া ব্যাংক-ইউনিয়ন ব্যাংক!
সূত্রের খবর, সরকার কানাড়া ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার একীভূতকরণের দিকে এগিয়ে চলেছে। এই একীভূতকরণের ফলে চূড়ান্ত কাঠামোর অংশ হিসেবে চারটি প্রধান সত্তার মধ্যে একটি তৈরি হবে। ইন্ডিয়ান ব্যাংক এবং ইউকো ব্যাংককেও একই কাঠামোতে একীভূত করার কথা বিবেচনা করা হচ্ছে, যার ফলে একটি বৃহৎ সম্মিলিত পাবলিক সেক্টর ব্যাংক তৈরি হবে। এই মেগা ব্যাংকটি SBI, PNB এবং BoB-এর সাথে চারটি প্রধান পাবলিক সেক্টর ব্যাংকের তালিকায় যোগ দেবে।
তালিকায় ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া
অন্যান্য মাঝারি আকারের পাবলিক ব্যাংকগুলি – যেমন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক (আইওবি), সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া (সিবিআই), ব্যাংক অফ ইন্ডিয়া (বিওআই), এবং ব্যাংক অফ মহারাষ্ট্র (বিওএম)-গুলিকে এসবিআই, পিএনবি, অথবা ব্যাংক অফ বরোদার সাথে একীভূত করার কথা বিবেচনা করা হচ্ছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সূত্রের খবর যে এটি চারটি প্রধান ব্যাংকের একটির সাথেও একীভূত হতে পারে।
আরও পড়ুনঃ ঠান্ডায় কুপোকাত বাংলা, দক্ষিণবঙ্গের ৩ জেলায় সতর্কতা জারি, আজকের আবহাওয়া
একত্রীকরণ পরিকল্পনাটি প্রথমে অনুমোদনের জন্য অর্থমন্ত্রীর কাছে পাঠানো হবে। এরপর এটি একাধিক পর্যালোচনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে, যার মধ্যে রয়েছে ক্যাবিনেট সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (এসইবিআই) এর নিয়ন্ত্রক মন্তব্য।