২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন এই ৫ তারকা ক্রিকেটার

2026 Men’s T20 World Cup These 5 players may announce retirement after World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষবারের মতো 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে বিশ্বসেরা হয়েছিল ভারতীয় দল। তবে সেই আসরের পরই অবসর নিয়ে নেন টিম ইন্ডিয়ার 3 মহাতারকা রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। যার জেরে এই মুহূর্তে তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে বঞ্চিত। এমতাবস্থায়, আরও 5 ক্রিকেটার টি-টোয়েন্টি থেকে অবসরের অপেক্ষায়। শোনা যাচ্ছে, 2026 এ 20 ওভারের বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) পরই অবসর ঘোষণা করতে পারেন এই 5 তারকা।

বিশ্বকাপ আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা

শেষবারের মতো 2023 সালে ভারতে আয়োজিত হয়েছিল বিশ্বকাপ। তবে তা ছিল একদিনের। হ্যাঁ, সেবারের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। এবার দীর্ঘ অপেক্ষায় কাটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ গড়াবে দেশের মাটিতেই। বলাই বাহুল্য, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে মোট 20টি দল। মূলত চারটি গ্রুপে ভাগ করা হবে দলগুলিকে। প্রতিটা গ্রুপের শীর্ষ দুইয়ে থেকে শেষ করা দল যাবে সুপার এইটে। এই আসর থেকে চার যোগ্য দল খেলবে সেমিফাইনাল। বলেই দিই, ভারতের পাশাপাশি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কাও।

কোন কোন দল 2026 বিশ্বকাপ খেলবে?

2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই মোট 20টি দল অর্থাৎ
ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ়, আয়ারল্যান্ড, নিউ জ়িল্যান্ড, ক্যানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জ়িম্বাবোয়ে, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরশাহী এবং পাকিস্তান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে।

অবশ্যই পড়ুন: আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের বাদ দেবে KKR? IPL এর আগে গরম খবর

এই 5 ক্রিকেটার বিশ্বকাপের পরই অবসর নিতে পারেন

রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো করেই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কার কুশল পেরেরার। একই সাথে টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করতে পারেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মার্কাস স্টইনিস। তৃতীয় ক্রিকেটের হিসেবে অবসরের খাতায় নাম উঠতে পারে ইংল্যান্ডের আদিল রশিদের। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ তারকা জনসন চার্লসও বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টিকে বিদায় জানাতে পারেন এবং সবচেয়ে উল্লেখযোগ্য নাম, ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহও টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই 20 ওভারের সংস্করণকে চিরতরে আলভিদা জানাবেন বলেই ধারণা করা হচ্ছে।

Leave a Comment