২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কেমন হবে ভারতীয় দল? ২০২৫-এই মিলল ইঙ্গিত

2026 Men’s T20 World Cup probable India team big hint from BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপরাজিত থেকেই গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাছাড়াও সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও 2-1 ব্যবধানে টি-টোয়েন্টি জিতে এসেছে সূর্যকুমার যাদবের দল। তাছাড়াও 20 ওভারের ক্রিকেটে অতীত অভিজ্ঞতাও বেশ ভাল টিম ইন্ডিয়ার। সবমিলিয়ে, ফেভারিট হিসেবেই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে নামতে চলেছে ভারত। তবে তার আগে আগামী 9 ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে 20 ওভারের সিরিজ খেলবেন সূর্যরা। সেই আসর শেষ হলে 21 জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে টিম ইন্ডিয়ার। আর ঠিক সেই আবহে, আসন্ন বিশ্বকাপে (2026 Men’s T20 World Cup) ভারতীয় দল কেমন হবে তার এক স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র।

কেমন হবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল?

2026 এর জানুয়ারিতেই নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। এ প্রসঙ্গে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, কিউইদের বিরুদ্ধে যে দল নামবে সেই ভারতীয় দলই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে। টি-টোয়েন্টি দলের ওপেনিং জুটি হিসেবে অভিষেক শর্মা এবং শুভমন গিলকেই দেখতে পছন্দ করছেন ভক্তরা। তবে গিল যদি শেষ পর্যন্ত ডিসেম্বরের মধ্যে চোট কাটিয়ে উঠতে না পারেন তবে কিউই টেস্টে তার বিকল্প খুঁজে নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাছাড়াও এমনিতেই টি-টোয়েন্টিতে ছন্দে নেই গিল। কাজেই শুভমনের জায়গায় কাকে খেলানো হতে পারে তা নিয়ে একটা সংশয় রয়েছে।

এদিকে, ভারতীয় টি-টোয়েন্টি দলের 5 নম্বর পজিশন নিয়েও তুঙ্গে জল্পনা। কোথাও শোনা যাচ্ছে, এই পজিশনে খুব সম্ভবত সঞ্জু স্যামসনকে খেলাতে পারে ম্যানেজমেন্ট। ক্রিকেট মহলের একাংশের আবার ধারণা, ভারতীয় দলের হয়ে 5 নম্বরে ব্যাট করতে নামবেন শিবম দুবে অথবা রিঙ্কু সিং। কেউ কেউ আবার এই পজিশনে ওয়াশিংটন সুন্দরকেও দেখছেন। এখন দেখার নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এই জায়গা কার দখলে যায়।

তবে সমস্ত জল্পনার মাঝেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্রটি একেবারে সাফ জানিয়ে দিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল গঠন করা হবে। সে ক্ষেত্রে যদি কেউ বাদ না পড়ে, তবে দলে খুব একটা বেশি পরিবর্তন আসবে না। অর্থাৎ আপাতত যে টি-টোয়েন্টি দল এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছিনিয়ে নিয়ে এসেছে সেই দলকেই খুব সম্ভবত দেখা যেতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে। এতে বোঝাই যাচ্ছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের 20 ওভারের দলে কাদের জায়গা হতে পারে।

অবশ্যই পড়ুন: রান করার আগেই পড়েছে উইকেট, অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে ঘটল বিরাট ঘটনা!

উল্লেখ্য, আগামী 21 নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ভারত। এই আসরের প্রথম ম্যাচ 21 জানুয়ারি গড়াবে নাগপুরে। এরপর 5 টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচটি হবে 23 জানুয়ারি রায়পুরে, তৃতীয় ম্যাচ 25 জানুয়ারি গুয়াহাটি, চতুর্থ ম্যাচ 28 জানুয়ারি বিশাখাপত্তনম এবং পঞ্চম অর্থাৎ শেষ ম্যাচটি ত্রিবান্দ্রমে 31 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এক্ষেত্রেও কিউইদের পরাস্ত করে টি-টোয়েন্টিতে নিজেদের একতরফাভাবে এগিয়ে রাখতে চাইবে ভারত।

Leave a Comment