বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত এশিয়া কাপ আয়োজিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে যে কারণে এশিয়ার ঐতিহ্যবাহী ক্রিকেট টুর্নামেন্টটি 20 ওভারে গড়িয়েছিল সেই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করেনি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে চূড়ান্ত সূচি প্রকাশিত না হলেও প্রকাশ্যে এসেছে সম্ভাব্য সূচির এক খসড়া। সেই খসড়া অনুযায়ী, আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে 7 ফেব্রুয়ারি থেকে। এই আসর আয়োজিত হবে ভারত এবং শ্রীলঙ্কার হাত ধরে। কিন্তু কবে গড়াবে ভারত বনাম পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ? মিলল সেই উত্তরও।
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় আপডেট!
প্রকাশ্যে আসা সম্ভাব্য সূচি অনুযায়ী, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলবে 8 মার্চ পর্যন্ত। বিশ্বকাপের ম্যাচগুলি গড়াবে ভারত এবং শ্রীলঙ্কায়। রেভস্পোর্টজের এক রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের ম্যাচগুলি গড়াবে শ্রীলঙ্কার কলম্বোতে। এক্ষেত্রে পাকিস্তান যদি ফাইনালে ওঠে তবে ফাইনালও হবে সেখানেই। একইভাবে শ্রীলঙ্কা যদি ফাইনালে ওঠে পাকিস্তানের মতো তাদের ম্যাচ হবে কলম্বোতেই। বাকি কয়েকটি ম্যাচ ছাড়া সবই অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে।
না বললেই, আগের মতোই এবারের বিশ্বকাপেও অংশ নেবে 20টি দল। এইসব দলগুলিকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। এক কথায় প্রতিটি 5টি করে দল। রিপোর্ট অনুযায়ী, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই আসন্ন বিশ্বকাপেও ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকবে। এই দুই দেশের সাথে জায়গা ভাগাভাগি করবে আমেরিকাও।
অবশ্যই পড়ুন: স্পিড ১৮০ কিমি, বিমানের মতো সুবিধা! বন্দে ভারত স্লিপার চালুর তারিখ ঘোষণা রেলমন্ত্রীর
কবে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ?
ভারত এবং পাকিস্তান যদি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের একই গ্রুপে থাকে, সেক্ষেত্রে গ্রুপ পর্বে বেশ কয়েকবার একে অপরের মুখ দেখবে এশিয়ার এই দুই চির প্রতিদ্বন্দ্বী। প্রকাশ্যে আসা সম্ভাব্য সূচী অনুযায়ী, আসন্ন বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ হতে চলেছে আমেরিকার বিরুদ্ধে। সেই ম্যাচ হয়ে গেলেই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো 15 ফেব্রুয়ারি পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। এক্ষেত্রে বলে রাখি, পাকিস্তান যেহেতু ভারতে কোনও ম্যাচ খেলবে না, তাই নিয়ম অনুযায়ী এই ম্যাচটি গড়াবে শ্রীলঙ্কার কলম্বোতে। একই সাথে পাকিস্তান যদি সেমিফাইনালেও জায়গা করে ফেলে, তবে সেমির পাক ম্যাচও হবে না ভারতে। একই নিয়ম প্রযোজ্য হবে শ্রীলঙ্কার ক্ষেত্রেও। তবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা কেউই যদি শেষ চারে জায়গা করতে না পারে তবে গোটা সেমিফাইনাল গড়াবে ভারতেই।