২০২৬ ফিফা বিশ্বকাপের আগেই বাবা ভাঙ্গার বিরাট ভবিষ্যৎবাণী, তোলপাড় নেট দুনিয়া!

Baba Vanga Prophecy before 2026 FIFA football world cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অপেক্ষার অবসান ঘটেছে গত শনিবারই। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফাস্তিনোর উপস্থিতিতেই ঘোষণা করা হয় আসন্ন ফুটবল বিশ্বকাপের সূচি। সেই সূচি অনুযায়ী, আগামী 11 জুন থেকে শুরু হচ্ছে মহারণ। বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 2026 এর 19 জুলাই। আর সেই আবহেই, নেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গার এক বিরাট ভবিষ্যৎবাণী (Baba Vanga Prophecy)। যেখানে তিনি নাকি বলেছিলেন, 2026 এ পৃথিবী প্রথম বারের মতো ভিনগ্রহের জীবের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এবং সেটা হবে বড় একটি ক্রীড়া ইভেন্ট বা টুর্নামেন্টের সময়। আর সেটাকেই ফিফা বিশ্বকাপ ধরে এগিয়ে চলছেন অনেকে।

বাবা ভাঙ্গার ভবিষ্যৎবাণী

বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে, বাবা ভাঙ্গা 2026 নিয়ে যে ভবিষ্যৎ কথা শুনিয়েছেন তাতে নাকি বলা হয়েছে, 2026 সালে আকাশে একটি নতুন আলো বা অজ্ঞাত উড়ন্ত বস্তু লক্ষ্য করা যাবে। যা সাধারণ মানুষ খালি চোখে দেখতে পারবেন। শুধু তাই নয়, বিখ্যাত ভবিষ্যৎ প্রবক্তা এও বলেছেন, 2026 সালে দাঁড়িয়ে প্রথমবারের মতো ভিনগ্রহের জীবনের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে পৃথিবী। আর সেটা ঘটবে কোনও একটা বড় ক্রীড়া ইভেন্ট বা ক্রীড়া টুর্নামেন্টের সময়।

অনেকেই বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎ কথা শুনে বলছেন, হয়তো আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের সময়টাই ইঙ্গিত করেছেন বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎ বক্তা। তবে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তোলপাড় হয়ে গেলেও ফুটবল জগত আপাতত এমন বিষয়কে গুজব হিসেবেই দেখছে। এমন সব মন্তব্যকে দূরে সরিয়েই জোড় কদমে চলছে ফিফার অন্যতম বড় ইভেন্ট ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি। ফুটবল ভক্তদের অনেকেরই দাবি, “দীর্ঘ সময় ধরে আমরা এই ফুটবল টুর্নামেন্টের জন্য অপেক্ষা করি। তাই এইসব গুজবে কান না দিয়ে হাই ভোল্টেজ বিশ্বকাপের জন্য অপেক্ষায় মন দিতে চাই।”

অবশ্যই পড়ুন: সুপার কাপের ফাইনালে এই দুই প্লেয়ারের জন্যই হেরেছে ইস্টবেঙ্গল!

উল্লেখ্য, বুলগেরিয়ার প্রখ্যাত ভবিষ্যৎ বক্তা বাবা ভাঙ্গা যেসব ভবিষ্যৎবাণী দিয়েছিলেন বিগত দিনগুলিতে তা একেবারে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বহু বিশেষজ্ঞ এই জ্ঞানী মহিলার ভবিষ্যৎ কথায় বিশ্বাসী। বাবা ভাঙ্গার প্রচলিত ভবিষ্যৎদ্বাণীগুলির মধ্যে রয়েছে 1986 সালের চেরনোবিল দুর্ঘটনা, 2004 সালের ভারত মহাসাগরের সুনামি এবং ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সিংহাসনে ওঠার মতো বিষয়গুলিও।

Leave a Comment