২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোর পরিধি বাড়বে আরও ১৯ কিমি!

kolkata metro

সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে তাতে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিধি বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সময় কলকাতা শহরে এমন কোন দিন বাকি নেই যেদিকে কলকাতা মেট্রো ছুটছে না। তবে এখানেই শেষ হয় আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে কলকাতা মেট্রোর পরিধি আরও বিস্তার পাবে বলে জানানো হলো কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে। জানানো হয়েছে, আরও ১৯ কিলোমিটার অবধি বাড়ানো হবে মেট্রোর পরিসীমা। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

২০২৬ সালের মধ্যে মেট্রোর পরিধি বাড়বে আরও ১৯ কিমি!

মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র বলেছেন যে ২০২৬ সালের শেষ নাগাদ কলকাতা মেট্রো নেটওয়ার্ক ১৯ কিলোমিটার যুক্ত হবে। সম্প্রতি গ্রিন লাইনের এসপ্ল্যানেড স্টেশনে মেট্রো রেলওয়ের ৪১তম প্রতিষ্ঠা দিবসে এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিএম আরও বলেন যে নেটওয়ার্কটি কয়েক বছরের মধ্যে ১৩০ কিলোমিটার অতিক্রম করবে।

শুভ্রাংশু মিশ্র জানান, “ভারতে মেট্রো পরিবহনের ইতিহাসে কলকাতার একটি বিশেষ স্থান রয়েছে। আমরা ২৪শে অক্টোবর, ১৯৮৪ সালে ৩.৫ কিলোমিটার পথ দিয়ে শুরু করেছিলাম। এখন আমরা প্রায় ৭২ কিলোমিটার। আরও ৫৭ কিলোমিটার অনুমোদিত। এর মধ্যে ২৯ কিলোমিটার কাজ চলছে। ২০২৫ সালে আমরা মেট্রো নেটওয়ার্কে ১৩ কিলোমিটার যোগ করেছি। ২০২৬ সালের শেষ নাগাদ, বেলেঘাটা মেট্রো স্টেশনকে বিমানবন্দরের সাথে সংযুক্ত করে আরও ১৯ কিলোমিটার যোগ করা হবে। ২০২৯ সালে, মাঝেরহাটকে এসপ্ল্যানেডের সাথে এবং বিমানবন্দরকে মাইকেল নগরের সাথে সংযুক্ত করে ১০ কিলোমিটার যোগ করা হবে। আগামী কয়েক বছরে, কলকাতায় প্রায় ১৩০ কিলোমিটার হবে।”

কী বলছে মেট্রো কর্তৃপক্ষ?

জানলে অবাক হবেন, ১৯৮৪–র ২৪ অক্টোবর কলকাতা মেট্রো যখন প্রথম পরিষেবা শুরু করেছিল, তখন তার রুট ছিল মাত্র ৩.৫ কিলোমিটার অবধি দীর্ঘ। তবে আজ ২০২৫ সালে দাঁড়িয়ে এর পরিধি হয়েছে ৭২ কিলোমিটার অবধি।  “২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে, আমরা পুরো অরেঞ্জ লাইনটি চালু করতে সক্ষম হব,” জিএম বলেন। অরেঞ্জ লাইনটি অবশেষে ৩২ কিলোমিটার জুড়ে যাবে। বর্তমানে এটি নিউ গড়িয়া থেকে মেট্রোপলিটন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার কাজ করে। চিংড়িঘাটা ক্রসিংয়ে শেষ ৩৬৬ মিটার ফাঁক পূরণের জন্য জায়গাটি অনুপলব্ধ থাকায় করিডোরটি জুন ২০২৫ সালে সেক্টর ভি-তে পৌঁছানোর লক্ষ্যমাত্রা মিস করেছে। জিএম বলেন যে এই ফাঁকটি পূরণ করা হবে এবং নভেম্বরের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে দুটি সপ্তাহান্তের রাতে চিংড়িঘাটা ক্রসিংয়ের উপরে গার্ডার-লঞ্চিং করা হবে।

Leave a Comment