২০২৬ সালে স্কুল ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের, দেখুন লিস্ট

West Bengal School Holiday List

সহেলি মিত্র, কলকাতাঃ সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এল পশ্চিমবঙ্গের স্কুলছুটির তালিকা (West Bengal School Holiday List)। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে কতদিন স্কুল বন্ধ থাকবে? সেই নিয়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ছুটির তালিকা প্রকাশ করেছে। আর এই ছুটির তালিকায় রয়েছে ভালো চমক। একদিকে যেমন সামনের বছর কিছু একটানা ছুটি রয়েছে, তেমনই আবার স্কুলে গরমের ছুটিতে বিরাট কাটছাঁট করা হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি ১১ দিন থেকে কমিয়ে ছয় দিন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী শিক্ষাবর্ষের জন্য, রাজ্য জুড়ে মাধ্যমিক শিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত স্কুলগুলিতে মাত্র ছয় দিনের গ্রীষ্মকালীন ছুটি থাকবে।

২০২৬ সালে কতদিন স্কুল বন্ধ থাকবে?

নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে যে গ্রীষ্মকালীন ছুটি ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত থাকবে। তবে দুর্গাপুজো এবং কালীপুজোর জন্য বর্ধিত ছুটি থাকবে। আগামী শিক্ষাবর্ষে দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা মিলিয়ে স্কুল টানা ২৫ দিন বন্ধ থাকবে। যাইহোক, আর দেরি না করে জেনে নেওয়া যাক কবে কবে ছুটি থাকবে নতুন বছরে।

আরও পড়ুনঃ ১০০ টাকা আয় করতে হিমশিম খাচ্ছে রেল! কত খরচ? শুনে ভিরমি খাবেন

১ জানুয়ারি (বৃহস্পতিবার): ইংরেজি নববর্ষ।
১২ জানুয়ারি (সোমবার): স্বামী বিবেকানন্দ জয়ন্তী।
২২ জানুয়ারি (বৃহস্পতিবার): সরস্বতী পুজোর আগের দিন।
২৩ জানুয়ারি (শুক্রবার): সরস্বতী পুজ, নেতাজি জন্মজয়ন্তী (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।
২৬ জানুয়ারি (সোমবার): সাধারণতন্ত্র দিবস (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।
৪ ফেব্রুয়ারি (বুধবার): শবে-বরাত।
১৪ ফেব্রুয়ারি (শনিবার): ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিবস।
(১৫ ফেব্রুয়ারি – রবিবার): শিবরাত্রি।
৩ মার্চ (মঙ্গলবার): দোলযাত্রা।
৪ মার্চ (বুধবার): হোলি (দোলযাত্রার পরের দিন)।
১৭ মার্চ (মঙ্গলবার): শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস।
২০ মার্চ (শুক্রবার): ইদ-উল-ফিতর এর আগের দিন।
২১ মার্চ (শনিবার): ইদ-উল-ফিতর।
২৬ মার্চ (বৃহস্পতিবার): রাম নবমী।
৩১ মার্চ (মঙ্গলবার): মহাবীর জয়ন্তী।
৩ এপ্রিল (শুক্রবার): গুড ফ্রাইডে।
১৪ এপ্রিল (মঙ্গলবার): ডঃ বি.আর. আম্বেদকরের জন্মদিবস।
১৫ এপ্রিল (বুধবার): বাংলা নববর্ষ।
১ মে (শুক্রবার): মে দিবস, বুদ্ধ পূর্ণিমা ও পন্ডিত রঘুনাথ মুর্মুর জন্মদিবস।
৯ মে (শনিবার): রবীন্দ্র জয়ন্তী।
১১ মে – ১৬ মে (সোমবার – শনিবার): গ্রীষ্মাবকাশ (মোট ৬ দিন)।
২৬ মে (মঙ্গলবার): ইদ-উদ-জোহা (বকরি ইদ)-এর আগের দিন।
২৭ মে (বুধবার): ইদ-উদ-জোহা (বকরি ইদ)।
২৬ জুন (শুক্রবার): মহরম।
১৬ জুলাই (বৃহস্পতিবার): রথযাত্রা।
১৫ আগস্ট (শনিবার): স্বাধীনতা দিবস (বিদ্যালয়ে উপস্থিত থেকে পালনীয়, ক্লাস হবে না)।
২৬ আগস্ট (বুধবার): ফতেহা দোয়াজ দাহাম।
২৮ আগস্ট (শুক্রবার): রাখি বন্ধন।
৪ সেপ্টেম্বর (শুক্রবার): জন্মাষ্টমী।
১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার): বিশ্বকর্মা পুজো।
২ অক্টোবর (শুক্রবার): গান্ধী জয়ন্তী।
১০ অক্টোবর (শনিবার): মহালয়া।
১৫ অক্টোবর – ১২ নভেম্বর (বৃহস্পতিবার – বৃহস্পতিবার): চতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত – রবিবার বাদে মোট ২৫ দিন ছুটি থাকবে।
১৫ নভেম্বর (রবিবার): বিরসা মুন্ডার জন্মদিবস ও ছট পুজো।
১৬ নভেম্বর (সোমবার): ছট পুজো।
২৪ নভেম্বর (মঙ্গলবার): গুরু নানকের জন্মদিবস ও পার্শ্বনাথের রথযাত্রা।
২৫ ডিসেম্বর (শুক্রবার): বড়দিন।

Leave a Comment