বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 এর শেষে দাঁড়িয়ে বড় সিদ্ধান্ত নিল মুম্বই ইন্ডিয়ান্স। মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সিজনের কথা মাথায় রেখে এবার অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা স্পিনারকে বোলিং (MI New Coach) কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। মূলত নিজেদের বোলিং বিভাগকে শক্তিশালী করতেই স্পিন বোলিং কোচ হিসেবে প্রাক্তন অজি স্পিনার ক্রিস্টেন বিমসকে দায়িত্ব দিয়েছে মুম্বইয়ের ম্যানেজমেন্ট।
মুম্বই দলে কোচের দায়িত্ব পেয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ান তারকা
আগামী 9 জানুয়ারি থেকে শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ। সেই আসরে অন্যান্য দলগুলিকে টেক্কা দিতে নিজেদের সর্বস্ব উজাড় করে দেবে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে নিজের স্পিন বিভাগকে পুরোপুরি ঝালিয়ে নিতে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্রিস্টেন বিমসকে স্পিন বোলিং কোচের দায়িত্বে বসালো মুম্বই ইন্ডিয়ান্স। এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পরই একটি ভিডিও বার্তায় মুখ খুলেছেন অজি তারকা।
মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে MI দলে বড় দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন, “আমি প্রথমবারের মতো কোচ হিসেবে এখানে যোগ দিতে চলেছি। ঝুলন গোস্বামীদের মতো মহান খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি। সবচেয়ে বড় কথা যাদের বিপক্ষে আমি ক্রিকেট খেলেছি তাদের সাথে কাজ করার দারুন সুযোগ পেলাম।” মুম্বই দলের তরফে এই ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুনঃ ২০২৬-এ বিদ্যুতের বিলের ওপর ২.৩৩% ছাড়ের ঘোষণা রাজ্য সরকারের, জারি নির্দেশিকা
বলাই বাহুল্য, 41 বছর বয়সী এই অস্ট্রেলিয়ান 2014 সাল থেকে 2017 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে তিন সংস্করণেই খেলেছেন। এবার সেই প্রাক্তন ক্রিকেটার মুম্বইয়ের সাপোর্ট স্টাফ বা প্রধান কোচ লিসা কেইটলি, বোলিং কোচ ও পরামর্শদাতা ঝুলন গোস্বামী, ব্যাটিং কোচ দেবিকা পালশিকর এবং ফিল্ডিং কোচ নিকোল বোল্টনের সঙ্গে যোগ দেবেন।
অবশ্যই পড়ুন: টেবিলে সজোরে আঘাত! ফের ভারতীয় প্লেয়ারের কাছে হেরে মেজাজ হারালেন কার্লসেন
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে অবসরের আগে পর্যন্ত 30টি ওয়ানডে, 18টি টি-টোয়েন্টি এবং একটি টেস্ট খেলেছেন ক্রিস্টেন বিমস। কোচ হিসেবেও যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে তাঁর। এর আগে 2015-16 সিজন থেকে 2019-20 সিজন পর্যন্ত মহিলাদের বিগ ব্যাস লিগে মেলবোর্ন স্টারসের হয়ে খেলা এই প্লেয়ার WBBL, ইংল্যান্ডের দ্যা হান্ড্রেড লিগ এমনকি অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব 19 দলের হয়েও কোচিং করিয়েছেন। এবার নামবেন মুম্বইয়ের স্পিনারদের পথ দেখাতে।