বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বড় ধাক্কা দিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন সম্প্রচার সংস্থা JioHotstar (ICC-JioHotstar Agreement)। ইকোনমিক টাইমসের এক রিপোর্ট অনুযায়ী, সংস্থাটি নাকি ICC কে একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছে, বিপুল আর্থিক ক্ষতির কারণে চার বছরের ভারতীয় মিডিয়া অধিকার চুক্তির বাকি দু’বছরের শর্ত পূরণ করতে পারবে না তারা। এক কথায়, 2024 থেকে 2027 চক্রের পরবর্তী দু’বছরের দায়িত্ব বহন করতে পারবে না JioHotstar।
নতুন সম্প্রচার সংস্থা খুঁজছে ICC?
ইকোনমিক টাইমসের ওই প্রতিবেদন অনুযায়ী, সংশ্লিষ্ট এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 2026-2029 সালের জন্য ভারতীয় মিডিয়া অধিকারের স্বার্থে নতুন করে বিক্রয় প্রক্রিয়া শুরু করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ICC র তরফে নাকি এই বিশেষ চুক্তির জন্য 2.4 বিলিয়ন ডলার চাওয়া হয়েছে। এদিকে 2024-27 চক্রের জন্য যেখানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সম্প্রচার সত্বের অধিকার মূল্য ছিল 3 বিলিয়ন ডলার অর্থাৎ 27 হাজার কোটি টাকা।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়মে প্রত্যেক বছরই পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়ে থাকে। মূলত সেই মর্মেই 2027 সাল পর্যন্ত সম্প্রচার সত্বের অধিকার থেকে সরে আসতে চেয়েছে আম্বানির JioHotstar। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে আম্বানির সংস্থার তরফে কিছুই জানানো হয়নি। তবে সূত্রের দাবি, 2027 সাল পর্যন্ত চুক্তিবদ্ধ অধিকার থেকে সরে আসার ইঙ্গিত দিয়ে দিয়েছে JioHotstar। এদিকে শোনা যাচ্ছে, ইঙ্গিত পেতেই নাকি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইতিমধ্যেই সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই), নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে যোগাযোগ করে ফেলেছে।
অবশ্যই পড়ুন: ধোনির ভারতকে ২০১১-র বিশ্বকাপ জেতানো কোচ এবার টিম ইন্ডিয়াকে হারানোর ছক কষবেন
তবে সংশ্লিষ্ট মহলের দাবি, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর তরফে মূল্য নির্ধারণের বিপুল উদ্বেগের কারণে এখনও পর্যন্ত ICC র আবেদনের সাড়া দেয়নি কোনও সম্প্রচারকারী সংস্থা। ইটির রিপোর্ট বলছে, ICC, SPNI, Netflix এবং Amazon Prime Video- র কাছে নতুন চুক্তির জন্য ইমেইল পাঠিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে এখনও পর্যন্ত সেই মেলের প্রত্যুত্তর না মেলায় আসন্ন বিশ্বকাপের আগে কার্যত বড়সড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।