বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টির পাঠ চুকে গিয়েছে বহু আগেই। সম্প্রতি টেস্ট অধ্যায়ও শেষ করেছেন দুই ভারতীয় মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আপাতত তাঁদের দেখা মিলবে ওয়ানডে ফরম্যাটে।
যদিও বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ার পর ‘রোকো জুটি’র কামব্যাক নিয়ে অপেক্ষা বেড়েছে ভক্তদের। তবে অনেকেই আশা করছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে মাঠে নামবেন দুই পছন্দের তারকা। ঠিক সেই আবহে এবার রোহিত, কোহলিকে কার্যত ধাক্কা দিল বোর্ড!
2027 ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে মানতে হবে শর্ত!
দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নাকি 2027 ওয়ানডে বিশ্বকাপের দলে দেখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ওই রিপোর্ট বলছে, দুই মহাতারকাকে বিশ্বকাপ খেলার আগে বড়সড় শর্ত দিয়েছে BCCI।
জানা যাচ্ছে, 2027 ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে জায়গা করতে হলে আগে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে রোহিত, কোহলিদের। আর এমন শর্তের কথা প্রকাশ্যে আসতেই, ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন, বোর্ডের এমন শর্তকে সামনে রেখে হয়তো ওয়ানডে বিশ্বকাপের আগেই অবসর নিয়ে নেবেন দুই তাবড়! আর এসবের মাঝেই রোকো জুটিকে নিয়ে ভক্তদের চিন্তা যে বেশ খানিকটা চওড়া হল তা বলাই যায়।
অবশ্যই পড়ুন: আগস্টের দ্বিতীয় সপ্তাহে লটারি থেকেই কোটিপতির খাতায় নাম লেখাবে এই ৭ রাশি!
অস্ট্রেলিয়া সফরেই শেষ হবে ওয়ানডে কেরিয়ার?
আসন্ন অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। আর সেই আসরে বহুদিন পর দেখা মিলবে রোহিত শর্মা এবং বিরাট কোহলির। তবে বিশেষজ্ঞ মহলের দাবি, 2027 বিশ্বকাপে খেলার জন্য শেষ পর্যন্ত বোর্ডের বেঁধে দেওয়া শর্ত যদি এই দুই তারকা মেনে না নেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই ওয়ানডে থেকে বিদায় নিতে পারেন রোহিত, কোহলি। যদিও, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডের ময়দানে এই দুই দাপুটে ক্রিকেটারকে খেলতে দেখার আশায় বসে রয়েছেন অনেকেই!