২০২৭ বিশ্বকাপে খেলবেন তো রোহিত-বিরাট? জানিয়ে দিলেন গম্ভীর

Gautam Gambhir On RO-KO will they play in 2027 ODI World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দক্ষিণ আফ্রিকার কাছে লাল বলের ক্রিকেটে হোয়াইটওয়াশ হওয়ার পর আশঙ্কা ছিল, ওয়ানডে নিয়ে! সাদা বলেও যদি ভারতকে ভারতের মাটিতেই সিরিজ হারিয়ে দিত প্রোটিয়ারা, সে ক্ষেত্রে গম্ভীর সহ বাকি সহকারীদের চাকরি থাকতো কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে ভারতীয় ভক্তদের। তবে সেই সংশয়ের জাল পেরিয়ে গম্ভীরের সহকারীদের চাকরি বাঁচিয়ে দিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডেতে রোকোর অসাধারণ পারফরমেন্সের দরুণই প্রতিপক্ষের ঘাড়ে তীর নিক্ষেপ করতে পেরেছে ভারত। যার জলজ্যান্ত প্রমান শেষ ওয়ানডে। তাহলে কি 2027 বিশ্বকাপেও খেলবেন রোহিত এবং কোহলি? মুখ খুললেন প্রধান কোচ গম্ভীর (Gautam Gambhir On RO-KO)।

2027 বিশ্বকাপে খেলছেন রোহিত এবং বিরাট?

গোটা ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিকে ক্রমাগত জলে উঠতে দেখেছেন ভক্তরা। শেষ ওয়ানডেতেও দায়িত্ব নিয়ে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়লেন কোহলি। অর্ধশতরান এসেছিল রোহিতের ব্যাট থেকেও। একটানা ক্রিকেট না খেলেও যে এভাবে রুখে দাঁড়ানো যায় সেটা বুঝিয়ে দিলেন রোকো। তবে কি এবার 2027 বিশ্বকাপেও দেখা যাবে দুই পছন্দের ক্রিকেটারকে?

দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজ হারিয়ে গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ গৌতম গম্ভীর। সেখানেই তাঁকে রোহিত এবং কোহলি 2027 বিশ্বকাপে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। যার উত্তরে প্রধান কোচ বলেছিলেন, “প্রথমত একটা জিনিস বুঝতে হবে। 2027 বিশ্বকাপ শুরু হতে এখনও দু’বছর বাকি। এর মধ্যে আমাদের বর্তমান অবস্থা ধরে রাখতে হবে। তাছাড়াও মনে রাখা দরকার, তরুণ প্লেয়াররা দিনদিন দলে জায়গা নিচ্ছে।” তাহলে কি বিশ্বকাপে রোহিত এবং কোহলির না থাকাটাকে ইঙ্গিত করছেন গৌতম?

ভারতীয় দলের প্রধান কোচ একেবারে স্পষ্ট বলেন, রোহিত এবং বিরাট বিশ্বকাপে খেলবেন কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। তবে তিনি চান তারা বিশ্বকাপ খেলুক… তবে বিশ্বকাপে রোকোর উপস্থিতি নিয়ে সংশয় থাকলেও দুজনের প্রশংসা করেছিলেন গম্ভীর। ভারতীয় দলের হেড স্যার বলেছিলেন, “বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিশ্বমানের খেলোয়াড়। ড্রেসিংরুমের জন্য তাঁদের অভিজ্ঞতা আমাদের প্রয়োজন। আশা করি, দলের স্বার্থে তারা ওয়ানডেতে যা করছে সেটা চালিয়ে যাবে।”

 

অবশ্যই পড়ুন: প্রকাশ্যে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সূচি, কবে কবে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা? দেখুন

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ পুরনো ব্যর্থতা ঝেড়ে ফেলেছিলেন রোহিত এবং কোহলি। প্রথম ম্যাচে শর্মার ব্যাট থেকে 57 রানের বড় যোগদান পেয়েছিল দল। পরের ম্যাচে অবশ্য 14 রানে আউট হতে হয়েছিল তাঁকে। তবে গতকাল অর্থাৎ শেষ ওয়ানডেতে 75 রানের দীর্ঘ ইনিংস খেলে দিয়ে যান রোহিত। অন্যদিকে প্রতিপক্ষকে শুরু থেকেই ঝটকা দিয়ে এসেছেন বিরাট। পরপর দুই ম্যাচে দুটি সেঞ্চুরির করে শেষ ওয়ানডেতে 65 রানের দুর্ধর্ষ অপরাজিত ইনিংস খেলেন কোহলি।

Leave a Comment