২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ খেলবেন রোহিত শর্মা? এক বার্তায় বুঝিয়ে দিলেন হিটম্যান

Will Rohit Sharma Play Until The 2027 ODI World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2027 একদিনের বিশ্বকাপ এখনও বহুদূর। তার আগে ফর্মে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। গত দুই ম্যাচে রানের দেখা পেয়েছেন হিটম্যান (Rohit Sharma)। তবে এই ভারতীয় মহাতারকাকে আসন্ন বিশ্বকাপে পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে নানা মহলে। প্রশ্ন উঠছে, আদৌ কি 2027 সাল পর্যন্ত খেলা চালিয়ে যাবেন রোহিত শর্মা? এবার তা নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে একেবারে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন বিরাট কোহলির সতীর্থ। জানিয়ে দিলেন কতদিন ক্রিকেটে থাকবেন তিনি।

2027 সাল পর্যন্ত ক্রিকেট খেলবেন রোহিত?

গৌতম গম্ভীর জামানায় নতুন নীতির সাথে পরিচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি সহ অন্যান্যদের বোর্ডের কড়া নির্দেশ, ভারতীয় দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। সেই নির্দেশ মেনে ইতিমধ্যেই দিল্লির বিজয় হাজারের দলে ঢুকে পড়েছেন কোহলি। রোহিতও মুম্বইয়ের হয়ে মাঠে নামার অপেক্ষায়। আর তার আগেই সম্প্রতি গুরুগ্রামের একটি অনুষ্ঠানে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে পরোক্ষভাবে বোর্ডকে বড় বার্তা দিলেন হিটম্যান।

এদিন রোহিত শর্মাকে একেবারে খোলাখুলি বলতে শোনা যায়, “আমার জীবনের শুরুটা যথেষ্ট কঠিন ছিল। তবে সেখান থেকে একবার ছন্দ পেয়ে যাবার পর, বিমানে বসে পড়ার পর তা আর নিচে নামেনি। এটাই আসল কথা। আমি খুব তাড়াতাড়ি এই বিমান থেকে নিচে নামতে চাই না। আমি এখনও উপরেই থাকতে চাই।” এদিন বিমানের উদাহরণ দিয়েই শর্মা বুঝিয়ে দিলেন এখনই অবসরের কোনও ইচ্ছে নেই তাঁর। সে ক্ষেত্রে বলাই যায়, সব ঠিক থাকলে 2027 ওয়ানডে বিশ্বকাপে শর্মাকে পেতে পারে ভারতীয় দল।

অবশ্যই পড়ুন: IPL 2026-এ এই একাদশই হতে পারে ধোনির CSK-র ব্রহ্মাস্ত্র

প্রসঙ্গত, নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে বলতে এদিন অতীতেও ফিরে গিয়েছিলেন রোহিত। ভারতের প্রাক্তন অধিনায়ক জানিয়েছিলেন, 2023 সালের বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পরই অবসরের কথা ভেবে নিয়েছিলেন তিনি। সেবার বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চূড়ান্ত পরাজয়ের পর একেবারে মন ভেঙে গিয়েছিল হিটম্যানের। রোহিতের কথায়, “আমার একমাত্র লক্ষ্য ছিল বিশ্বকাপ জেতা। অধিনায়ক হিসেবে সেটা টি-টোয়েন্টি হোক কিংবা 50 ওভার। সেটা না হওয়ায় বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। শরীরে শক্তি ছিল না। সেখান থেকে ঘুরে দাঁড়াতে দু মাসেরও বেশি সময় লেগে যায়।”

Leave a Comment