সৌভিক মুখার্জী, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশনভোগীরা বর্তমানে অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) দিকে মুখিয়ে রয়েছেন। হ্যাঁ, বহুদিন ধরেই সবার আশা ছিল যে খুব শীঘ্রই বেতন বৃদ্ধির সুখবর আসবে। তবে সর্বশেষ রিপোর্ট বলছে, এত তাড়াতাড়ি সেই সুযোগ আসছে না। কর্মচারীদের হয়তো 2027 সালের শেষ কিংবা 2028 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।
কেন এত দেরি হচ্ছে?
আসলে সপ্তম বেতন কমিশনের অভিজ্ঞতাই এর সবথেকে বড় কারণ। আদতে সে সময় কমিশন গঠনের পর থেকে সুপারিশ কার্যকর হতে প্রায় 2 বছর 9 মাস সময় লেগে গিয়েছিল। তাই এবারও ধরা হচ্ছে যে 2025 সালের জানুয়ারি মাসের ঘোষণার পরও 2026 সালে এর প্রভাব নাও পড়তে পারে।
🚨 The basic salary of an Indian government employee earning Rs 18,000 will increase to Rs 51,480 if the fitment factor under the 8th CPC increases to 2.86.
The 8th CPC is expected to be implemented around 2027. pic.twitter.com/kFQrmUy9f6
— Indian Tech & Infra (@IndianTechGuide) July 9, 2025
উল্লেখ্য, সরকার 2025 সালের জানুয়ারি মাসে কমিশন গঠনের ঘোষণা করেছিল। তবে এখনো পর্যন্ত টার্মস অফ রেফারেন্স বা কাজের নীতিমালা, চেয়ারম্যান কিংবা সদস্যদের নামই নির্ধারিত হয়নি। আর ইতিমধ্যে ছয় মাস কেটে যাওয়াতেই গোটা প্রক্রিয়ায় বিলম্ব হচ্ছে।
সরকার কী বলছে?
প্রসঙ্গত, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় জানিয়েছেন, এ বিষয়ে বহু প্রস্তাব পাওয়া গিয়েছে এবং খুব শীঘ্রই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আশ্বাস দিয়েছেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই কমিশন রিপোর্ট জমা দেবে। কিন্তু এই সময়সীমা টার্মস অফ রেফারেন্স চূড়ান্ত হওয়ার উপরেই নির্ভর করবে।
আরও পড়ুনঃ বিনোদন জগতে শোকের ছায়া! মাত্র ৬৫ বছর বয়সে প্রয়াত কিংবদন্তি অভিনেতা জসবিন্দর ভল্লা
উল্লেখ্য, সপ্তম বেতন কমিশন কার্যকর হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে। সাধারণত প্রতি 10 বছর অন্তর নতুন কমিশন কার্যকর হয়। আর সেই সূত্র ধরে 2024-25 অর্থবর্ষের মধ্যেই অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার কথা ছিল। তবে এবার শুরু থেকেই দেখা যাচ্ছে বিলম্ব। এখন দেখার ঠিক কবে নাগাদ কর্মচারীরা সুখবর পায়।