২০৩১-এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে পারেন বাংলার জয়মাল্য বাগচী! দৌড়ে আর কারা?

Supreme Court

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে সিলমোহর! কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি শ্রী জয়মাল্য বাগচী এবার ২০৩১ সালে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হতে পারেন বলে আশা রয়েছে। তবে দ্য হিন্দুর রিপোর্ট বলছে যে, উনি ২০৩১ সালে সর্বোচ্চ আদালতের বিচারক হিসেবে শপথ গ্রহণ করবেন। কিন্তু প্রধান বিচারপতি হবেন কি না, সেই নিয়ে কোনও তথ্য নেই। বর্তমানে দেশের শীর্ষ আদালতে দু’জন বাঙালি বিচারপতি রয়েছেন। বিচারপতি বাগচী ছাড়াও রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সব কিছু ঠিক থাকলে ২০৩১ এই দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি বাগচী। শীর্ষ পদে তাঁর মেয়াদ হবে পাঁচ মাস।

১৩ বছর ধরে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী

উল্লেখ্য, ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান বাগচী। এর পর থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন৷ তাঁর বিচার করার দক্ষতা ও অভিজ্ঞতার জন্য ব্যাপকভাবে প্রশংসিতও হয়েছেন। ২০২১ সালে, করোনা মহামারির সময়ে, তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে ১০ মাসের জন্য বদলি হন, তবে সেই বছরেই নভেম্বর মাসে তাঁকে আবার কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনা হয়। বিচারপতি বাগচী ১৩ বছর ধরে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কর্মরত রয়েছেন। তবে এক্ষেত্রে বিচারপতি জয়মাল্য বাগচীর নিয়োগ প্রক্রিয়া খানিকটা ব্যতিক্রম ছিল।

বিচারপতি বাগচীর নিয়োগে রাষ্ট্রপতির অনুমতি

সাধারণত দেশের বিভিন্ন হাই কোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে থেকেই সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করা হয়। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সাধারণত মেধা, সততা, কর্মদক্ষতা, সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার মতো বিষয়গুলিকে মান্যতা দেওয়া হয়ে থাকে। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। তিনি কখনওই কলকাতা হাই কোর্টে প্রধান বিচারপতির দায়িত্ব সামলাননি। আসলে তাঁর বিচার ক্ষমতা, কর্মদক্ষতা এতটাই প্রশংসনিয় ছিল যে বিচারপতি বাগচীর নাম শীর্ষ আদালতের কলেজিয়াম প্রস্তাব করেছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি তাঁর নিয়োগে অনুমতি দিতেই সুপ্রিম কোর্টে আরও একজন বাঙালি বিচারপতির উপস্থিতি নিশ্চিত হতে চলেছে বলে জানা গিয়েছে।

আর কে কে আছে তালিকায়?

বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রয়েছেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। তাঁর মেয়াদ শেষ হবে আগামী নভেম্বরে। এরপর চলতি বছরের ২৪ নভেম্বর দেশের প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি সূর্য কান্ত। তিনি ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে থাকবেন। এর পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হওয়ার তালিকায় আছেন বিচারপতি বিক্রম নাথ ওই বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত, তালিকা অনুযায়ী তারপরেই প্রধানবিচারপতি হবেন বিভি নাগরত্ন ২০২৭ সালের ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত। এরপর বিচারপতি পদে বসবেন পিএস নরসিংহ। যার সময়সীমা থাকবে ২০২৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে পর্যন্ত।

আরও পড়ুন: ফাঁকা ফ্ল্যাটে ডাক, অশালীন প্রস্তাব SFI নেতার! মহিলা বাম নেত্রীর অভিযোগে তুলকালাম বাংলা

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তালিকা অনুযায়ী বিচারপতি জেবি পারদিওয়ালা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ২০২৮ সালের ৩ মে থেকে ২০৩০ সালের ১১ আগস্ট পর্যন্ত বসবেন। বিচারপতি কেভি বিশ্বনাথন ২০৩০ সালের ১২ আগস্ট থেকে ২০৩১ সালের ২৫ মে এবং বিচারপতি জয়মাল্য বাগচী ২০৩১ সালের ২৬ মে থেকে ২ অক্টোবর পর্যন্ত বসবেন। তারপরই সেই সিংহাসন দখল করবে বিচারপতি বিপুল পাঞ্চোলি। যিনি ২০৩১ সালের ৩ অক্টোবর থেকে ২০৩৩ সালের ২৭ মে পর্যন্ত বিচার ব্যবস্থা চালু রাখবেন। প্রত্যেক বিচারপতির মত বাংলার বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগ দেশের বিচারব্যবস্থা এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment