বিক্রম ব্যানার্জী, কলকাতা: সম্প্রতি জাপানকে টপকে বিশ্বের চতুর্থ অর্থনীতিতে (India Economy) পরিণত হয়েছে ভারত। এবার লক্ষ্যটা আরও বড়। প্রাথমিকভাবে নরেন্দ্র মোদি সরকারের লক্ষ্য, 2027 সালের মধ্যে ভারতকে 5 ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করা।
যদিও কেন্দ্রের এমন লক্ষ্যকে বুড়ো আঙুল দেখাচ্ছে বিরোধীরা। আর ঠিক সেই আবহে, অর্থনীতিতে ভারতের ভবিষ্যৎ নিয়ে বড় দাবি করল আর্নস্ট অ্যান্ড ইয়ং এর রিপোর্ট। ওই বেসরকারি সংস্থাটির রিপোর্টে দাবি করা হচ্ছে, 2038 সালের মধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। আর এই বছর ভারতীয় অর্থনীতির মোট মূল্য হবে 34.20 ট্রিলিয়ন ডলার।
লক্ষ্যের খুব কাছে বিকশিত ভারত
সম্প্রতি আর্নস্ট অ্যান্ড ইয়ং সংস্থাটির প্রধান নীতি উপদেষ্টা ডিকে শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন, দেশের তরুণ, দক্ষ কর্মী এবং শক্তিশালী সঞ্চয় ও বিনিয়োগের হারই ভারতের প্রধান শক্তি। তাঁর দাবি, গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলিতে দক্ষতা বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতার মধ্যে দিয়ে আগামী 2047 সালের মধ্যে দেশ বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবে।
ওই সংস্থার রিপোর্ট বলছে, আগামী 13 বছরের মধ্যে ভারত বিশ্বের অন্যান্য দেশগুলিকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। রিপোর্ট অনুযায়ী, চতুর্থ অর্থনীতির দেশ থেকে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার পথটা ভারতের জন্য খুব একটা কঠিন হবে না।
অবশ্যই পড়ুন: খোদ শহর কলকাতায় বাংলায় কথা বলায় বাংলাদেশী আখ্যা দেওয়া হল তরুণীকে! ভাইরাল ভিডিও
প্রসঙ্গত, নীতি আয়োগের সিইও বিভিআর সুব্রহ্মণ্যমের মতে, এই মুহূর্তে অর্থনীতিতে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ ভারত। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে ভারতের অর্থনীতির মূল্য 4 ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়েছে। ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়ন রিপোর্টের তথ্য অনুযায়ী, 2027 সালের মধ্যে কেন্দ্রের টার্গেট অনুযায়ী খুব সহজেই 5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে ভারত।